Bangla News Dunia, Pallab : ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রপতি তার সমাজমাধ্যম অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আমি তোয়াক্কা করি না ভারত রাশিয়ার সঙ্গে কী করে। ওরা চাইলে একসঙ্গে নিজেদের ‘মরা অর্থনীতি’ নিয়ে ডুবে যেতে পারে। আমাদের ভারতের সঙ্গে ব্যবসা ন্যূনতম, কারণ ভারতের শুল্ক খুব বেশি—বিশ্বে সবচেয়ে বেশি।” ট্রাম্পের এই মন্তব্যের পর ভারতের আভ্যন্তরীন রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে। ট্রাম্পের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। রাহুল এদিন বলেন, “ট্রাম্প ঠিকই বলেছেন। এটা এমন একটা বাস্তব, যা গোটা দুনিয়া জানে—শুধু ভারতের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছাড়া। আমি খুশি যে প্রেসিডেন্ট ট্রাম্প একটা সত্যি কথা বলেছেন। বিজেপি সরকার আদানিকে সুবিধা দিতেই ভারতের অর্থনীতিকে ধ্বংস করেছে।”
আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা
এছাড়াও এক্স হ্যান্ডেলে পোস্ট করেও মোদিকে সরাসরি আক্রমণ করেন রাহুল। তিনি লেখেন, ‘ভারতের অর্থনীতি মৃত। মোদী একে মেরে ফেলেছেন। দেশের যুবসমাজের ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন মোদী। কারণ দেশে কোনও কাজ নেই।’
যদিও গতকালই ভারতের উপর ২৫ শতাংশ বাণিজ্যশুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। মূলত রাশিয়া থেকে অস্ত্র ও তেল কেনার জন্যই ভারতের উপর গোঁসা হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। ইরান থেকে তেল কেনায় ৬ ভারতীয় সংস্থার উপরেও নিষেধাজ্ঞা চাপিয়েছেন। একই সঙ্গে ভারতের প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। জনিয়েছেন, আমেরিকা বিপুল তৈল ভান্ডার থেকে তৈল উত্তোলনের ক্ষেত্রে ইসলামাবাদের সঙ্গে একযোগে কাজ করবে। তবে ভারত শুল্ক চাপানোর ক্ষেত্রে সংযত প্রতিক্রিয়া জানিয়েছে। নয়াদিল্লির ঘোষণা জাতীয় স্বার্থকেই গুরুত্ব দিয়ে পদক্ষেপ করবে ভারত। কিন্তু বিরোধী কংগ্রেস অবশ্য সরকারকে আক্রমণ ও কটাক্ষে ভরিয়ে দিয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় রপ্তানির উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। পাশাপাশি, রাশিয়া থেকে তেল কেনার জন্য অতিরিক্ত জরিমানাও বসিয়েছে। এর ফলে ভারতের আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বড় ধাক্কা খেল।’