Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিতর্ক কখনও পিছু ছাড়ে না অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজের। বিয়ে করার পর থেকেই নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হতে হচ্ছে এই তারকা দম্পতিকে। এইসব কটাক্ষ-ট্রোলকে খুব একটা পাত্তা দেন না শ্রীময়ী। তবে সম্প্রতি কিছু মন্তব্য নিয়ে শ্রীময়ী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও বার্তায় কড়া হুঁশিয়ারি দিলেন। তিনি এইসব নিয়ে সাইবার সেলের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন কাঞ্চন-পত্নী।
সম্প্রতি কাঞ্চন-শ্রীময়ীকে দেখা গিয়েছিল পুরাতন ছবির প্রিমিয়ারে। যেখানে অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের সঙ্গে ছবি তোলেন শ্রীময়ী। সেই ছবি সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট হতেই নেটিজেনদের একাংশ মমতা শঙ্করের পাশাপাশি শ্রীময়ীকেও কটাক্ষ করেন। আর এরপরই গোটা ঘটনা নিয়ে কাঞ্চন-পত্নীকে সরব হতে দেখা যায়। নিজের সোশ্যাল মিডিয়া পেজে সেই ভিডিও শেয়ার করে ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী।
আরও পড়ুন:- বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা পশ্চিমবঙ্গ। আর কি জানাচ্ছে কেন্দ্রীয় রিপোর্টে ? দেখুন
এক নেট নাগরিকের নাম করে শ্রীময়ী তাঁর ভিডিওবার্তায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, আপনি যদি এতই রুচিশীল হন তাহলে এত রুচিবোধ নিয়ে, রুচিশীল হয়েও হঠাৎ আমার প্রোফাইলে ঢুকে আমার ছবিগুলো দেখছেন আবার মন্তব্যও করছেন! আমি বুঝতে পারলাম না। আমার তো মনে হচ্ছে আপনি যমেরও অরুচি। শ্রীময়ীর কথায়, কারও যদি মনে হয় তিনি পোশাক পরবেন না, নগ্ন হয়ে হাঁটবেন তা হলে সেটাই করবেন। আপনার ভাল না লাগলে নগ্ন হয়ে হাঁটুন! কে নিষেধ করেছে?” তাঁর আরও বিরক্তির উদ্রেক হয়েছে, তাঁর প্রোফাইলে অহেতুক এই ধরনের মন্তব্য করে যাচ্ছেন কিছু মহিলা। নারীই যদি নারীকে সম্মান না করেন, তা হলে বাকিরা তো এই ধরনের আচরণ করতে আরও সাহস পাবে।
এখানেই শেষ নয়, শ্রীময়ীকে কটাক্ষ শুনতে হয়েছে কাঞ্চনের ছেলেকে নিয়েও। এই মন্তব্য দেখে কার্যত রাগে ফেটে পড়েছেন অভিনেত্রী। তাঁর সাফ জবাব আপনি কি জানেন কে কার থেকে কাকে ছাড়িয়ে এনেছেন? আপনি বোধহয় বিয়ে করে ভাল করে সুখে নেই! আপনি নিজের চরকায় তেল দিন। এরপরই শ্রীময়ী জানিয়েছেন যে তিনি সাইবার সেলের দ্বারস্থ হবেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের অহেতুক কমেন্ট বন্ধ করতেই তিনি সরব হয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আগেও অভিনেত্রীকে ট্রোল-কটাক্ষ নিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে।