ঠাকুরনগরের সভায় শাহী ঘোষণা ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ঠাকুরনগরের সভায় শাহী ঘোষণা ! ঠাকুরনগরে বৃহস্পতিবার বিজেপির সভা থেকে সিএএ নিয়ে মতুয়াদের প্রতিশ্রুতি দিয়ে গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গত ৭০ বছর ধরে মতুয়া ও নমঃশূদ্ররা দেশের নাগরিকত্ব পাননি। ২০১৮ সালে বলেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেব। ২০১৯ সালে মতুয়া সমাজ বিজেপির ঝুলি ভরে দিয়েছিল। তারপর সিএএ নিয়ে এসেছি। করোনার জন্য সিএএ আইন লাগু করার কাজ থমকে গেছে। সিএএ লাগু করবে বিজেপি সরকার।

উলেখ্য ঠাকুরনগরের সভায় অমিত শাহ বলেন, এপ্রিল মাসের পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না। তারা সংখ্যা লঘুদের ভয় দেখাচ্ছে। নাকি তাদের নাগরিকত্ব চলে যাবে। কিন্তু আসল সত্য হলো সিএএ লাগু হলে কারও নাগরিকত্ব যাবে না। সিএএ লাগু হলে কোনো মুসলিমদের নাগরিকত্ব যাবে না। আর রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এই ঠাকুরনগর রেল স্টেশনের নাম হবে শ্রীধাম ঠাকুরনগর রেলস্টেশন।

আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে ” বনগাঁ ” লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

প্রসঙ্গত দেশের উন্নয়নের নিয়ে অমিত শাহ বলেন, গত ৫ বছরে গরিবদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বিজেপি সরকার। আয়ুষ্মান ভারতে মানুষদের স্বাস্থ্যের জন্য ৫ লক্ষ টাকা দিয়েছে বিজেপি। আমরা শান্তনু ঠাকুরকে বলেছিলাম ঠাকুরনগরে শীঘ্রই আসব, তাই এসেছি। তিনি আরো বলেন রাজ্যে বাম আমল থেকে হিংসার শুরু। মমতা দিদি হিংসা রুখতে পারেননি, কিন্তু বিজেপি রুখবে। মতুয়াদের সম্মান বিজেপি-ই দেবে। বাংলায় ডবল ইঞ্জিনের সরকার হবে।

Highlights

1. ঠাকুরনগরের সভায় শাহী ঘোষণা ! 

2. বাংলায় ডবল ইঞ্জিনের সরকার হবে

#BJP #CAA

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন