ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৩ জন, আহত আরও ৩

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঠাকুর আনতে গিয়ে প্রাণ হারালেন তিনজন। আহত হলেন আরও তিন। চতুর্থীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলিতে (Hooghly)। পুজোর (Durga Puja 2025) আবহে এমন ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গা মূর্তি গাড়িতে তুলে অন্য একটি চারচাকা গাড়িতে ফিরছিলেন ৬ জন। চন্দননগর রেল ওভারব্রীজ পার হতেই আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা ইটের দেওয়ালে (Accident)। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। বাকি চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দননগর মহকুমা হাসপাতালে। সেখানে মৃত্যু হয় একজনের। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। বাকিরা চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের নাম ভাস্কর দেবধারা (২৯), প্রীতম চক্রবর্তী (৩০) ও স্বপন দে (৪০)। তাঁদের মধ্যে ভাস্করের বাড়ি সুগন্ধা শংকরবাটি এলাকায়। বাকি দু’জন চন্দননগর কাঁটাপুকুর এলাকার বাসিন্দা। ঠাকুর আনতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত গোটা এলাকা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন