Bangla News Dunia, দীনেশ :- বিতর্কে জড়ালেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবীর তথা আরজেডি নেতা তেজপ্রতাপ সিং যাদব। শুক্রবার নিজের সমর্থকদের সঙ্গে হোলি পালন করেন তিনি। সেখানে এক কর্তব্যরত পুলিশকর্মীকে নাচতে বাধ্য করেন তেজপ্রতাপ। এমনকি নাচতে না চাইলে ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।
আরও পড়ুন:- ‘ভূতুড়ে ভোটার’ তাড়াতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জানতে বিস্তারিত পড়ুন
একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে তেজপ্রতাপ বলছেন, ‘অ্যায় সিপাহী, এক গানা বাজায়েঙ্গে উসপে তুমকো ঠুমকা লাগানা হ্যায়।’ এরপরই তিনি হুমকি দেন, যদি তুমি না নাচো তাহলে তোমাকে সাসপেন্ড করা হবে। চাপের মুখে শেষমেশ আরজেডি কর্মীদের সঙ্গে নাচতে বাধ্য হন ওই পুলিশকর্মী।
আরও পড়ুন:- বাইক কতদিন অন্তর সার্ভিস করাবেন? ইঞ্জিন অয়েল কত কিমি অন্তর বদলাতে হয়? জেনে নিন
অপর একটি অনুষ্ঠানে তেজপ্রতাপের সমর্থকরা এক ব্যক্তির প্যান্ট খুলে তাঁকে মাটিতে ধাক্কা মেরে ফেলে দেন। লালু-পুত্রের এহেন কীর্তির সমালোচনা করে জেডিইউ নেতা রাজীব রঞ্জন প্রসাদ বলেন, ‘বিহার বদলে গিয়েছে। তেজস্বী, তেজপ্রতাপ বা লালুপ্রসাদ যাদবের পরিবারের বাকি সদস্য যেই হোন, তাঁদের মাথায় রাখা উচিত, এই বদলে যাওয়া বিহারে এই ধরনের কাজকর্মের কোনও স্থান নেই।’ বিজেপি এবং কংগ্রেসও সমালোচনা করেছে তেজপ্রতাপের।
আরও পড়ুন:- জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা-মা, কারণ জানলে চমকে যাবেন