ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলে দেশের সেরা 10 Medical College- এর ডিটেলস জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ডাক্তারি করার স্বপ্ন যাদের চোখে, তাঁদের জন্য সেরা দশটি মেডিকেল কলেজের (Medical College) তালিকা। আপনার যদি ইচ্ছে থাকে ডাক্তারি লাইনে পড়াশোনা করবেন তাহলে এই দশটি কলেজের মধ্যে কোথাও ভর্তি হতে পারেন আপনিও। তবে কোন কলেজের কেমন খরচ কিভাবে ভর্তি হতে হবে তার জন্য আজকের এই প্রতিবেদন পড়ে নিন।

Top 10 Medical College In India

সম্প্রতি প্রকাশ্যে এসেছে দেশের সেরা মেডিক্যাল কলেজগুলির তালিকা। আর তালিকা অনুসারে বলা যায়, বিভিন্ন ফিল্ড যেমন পড়াশোনার মান, পরিকাঠামো, ফি, কোর্স, শিক্ষক, প্লেসমেন্ট ও অন্যান্য সুযোগ-সুবিধার ভিত্তিতে NIRF তালিকা প্রকাশ করেছে। আপনি যদি এই কলেজ গুলিতে ভর্তির হতে চান তাহলে, আপনাকে পাশ করতে হবে JEE মেইন, JEE অ্যাডভান্সডের মতো প্রবেশিকা পরীক্ষাগুলি। তাহলে NIRF র‍্যাঙ্কিং অনুযায়ী দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজ কোনগুলি? দেখে নিন তালিকা।

১) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)

তালিকার প্রথমেই রয়েছে নয়াদিল্লিতে অবস্থিত প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস। এই প্রতিষ্ঠানটি গত কয়েকবছর ধরে মেডিক্যাল ক্যাটেগরির সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। এখানে পড়াশোনার খরচ নামমাত্র ফি। ছাত্রছাত্রীদের দিতে হয় ১৬০০ থেকে ১৭০০ টাকা।

আরও পড়ুন:- কলকাতার সব জলাশয় নিয়ে দারুন সিদ্ধান্ত পুরনিগমের, বিস্তারিত জানুন

২) PGIMER

সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় দ্বিতীয় স্থানে চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (PGIMER)। পড়াশোনার খরচ এখানেও ন্যূনতম। তিন বছরে ছাত্রছাত্রীদের দিতে হয় ৭,১০০ টাকা ফি।

৩) CMC

তৃতীয় স্থানে উল্লেখ করতে হবে যে প্রতিষ্ঠানের নাম তা হল ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ (CMC)। তবে এখানে পড়াশোনার খরচ একটু বেশি। ছাত্রছাত্রীদের ৫২,০০০ টাকা করে প্রতি বছর পড়াশোনার জন্য দিতে হয়।

৪) NIMHANS

তালিকার চতুর্থ স্থানে রয়েছে বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস (NIMHANS)। এখানে পড়াশোনার জন্য পড়ুয়াদের বার্ষিক ফি দিতে হয় ৫৬,০০০ টাকা।

৫) JIPMER

এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে পুদুচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (JIPMER)। এখানেও ছাত্রছাত্রীদের ন্যূনতম পড়াশোনার খরচ। ৭ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় পড়াশোনার জন্য।

৬) SGPGIMS

এরপর ষষ্ঠ স্থানে রয়েছে লখনউয়ের সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (SGPGIMS)। এই প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য বার্ষিক ফি ৫১,০০০ টাকা।

৭) BHU

তালিকার সপ্তম স্থানে বারাণসীর বিএইচইউ – ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। তবে এখানে পড়াশোনার খরচ একটু বেশি। ফি বাবদ ছাত্রছাত্রীদের দিতে হয় ১,৩৪,০০০ টাকা।

৮) অমৃত বিশ্ব বিদ্যাপীঠম

তালিকার অষ্টম স্থানে অমৃত বিশ্ব বিদ্যাপীঠম। এখানে পড়াশোনার জন্য মেডিক্যাল কোর্সের ফি বাবদ নেওয়া হয় ৯২,৩৭,৬০০ টাকা।

৯) KMC

তালিকার নবম স্থানে রয়েছে কস্তুরবা মেডিক্যাল কলেজ (KMC), মণিপাল। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ তুলনামূলকভাবে কম। ফি বাবদ পড়ুয়াদের দিতে হয় ১,২৩,০০ টাকা।

১০) মাদ্রাজ মেডিক্যাল কলেজ অ্যান্ড গভর্নমেন্ট জেনারেল হসপিটাল

তালিকার দশম স্থানে মাদ্রাজ মেডিক্যাল কলেজ অ্যান্ড গভর্নমেন্ট জেনারেল হসপিটাল। এখানে পড়াশোনার জন্য পড়ুয়াদের ৪৭,০০০ টাকা থেকে শুরু করে ১,৪৬,৯৫৫ টাকা ফি দিতে হয়।

আরও পড়ুন:- ইন্টারভিউর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কর্মী নিয়োগ চলছে! দেখে নিন আবেদন পদ্ধতি

আরও পড়ুন:- কসবা কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ, কি জানা গেলো ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন