Bangla News Dunia, Pallab : ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজের সকল চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এর একাধিক শাখা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে। পোস্ট পেমেন্ট ব্যাংকের এই সকল শাখার কাজ সঠিকভাবে পরিচালনার্থে প্রচুর কর্মী প্রয়োজন। বর্তমানে এমনই এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন : হার্টের সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !
নিম্নে অফিশিয়াল বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা – পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদনের পূর্বে প্রতিবেদনটি বিস্তারিত দেখে যাচাই-বাছাই করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহ করুন।
পদের নাম ( India Post Payment Bank Recruitment) :
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদ গুলি হল যথাক্রমে –
- • সহকারী ব্যবস্থাপক পদ।
- • ম্যানেজার – আইটি (পেমেন্ট সিস্টেম) পদ।
- • ম্যানেজার – আইটি (অবকাঠামো, নেটওয়ার্ক এবং ক্লাউড) পদ।
- • ম্যানেজার – আইটি (এন্টারপ্রাইজ ডেটা ওয়ারহাউস) পদ।
- • সিনিয়র ম্যানেজার – আইটি (পেমেন্ট সিস্টেম) পদ।
- • সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পদ।
শূন্য পদের সংখ্যা :
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সহকারী ব্যবস্থাপক পদে কর্মী নিয়োগ করা হবে ৫১ জন, ম্যানেজার – আইটি (পেমেন্ট সিস্টেম) পদে কর্মী নিয়োগ করা হবে ০১ টি, ম্যানেজার – আইটি (অবকাঠামো, নেটওয়ার্ক এবং ক্লাউড) পদে শূন্য পদের সংখ্যা ০২ টি, ম্যানেজার – আইটি (এন্টারপ্রাইজ ডেটা ওয়ারহাউস) পদে মোট শূন্য পদের সংখ্যা ০১ টি, সিনিয়র ম্যানেজার – আইটি (পেমেন্ট সিস্টেম) পদে পদের সংখ্যা ০১ টি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পদে কর্মী নিয়োগ করা হবে ০৭ জন।
বয়স সীমা ( India Post Payment Bank Recruitment) :
সকল প্রাপ্তবয়স্ক চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
শিক্ষাগত যোগ্যতা :
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই আইটি বা কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এছাড়াও নির্দিষ্ট পদে আবেদনকারী অভিজ্ঞতার প্রয়োজ রয়েছে, একাধিক পদের যোগ্যতার সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
আবেদন প্রক্রিয়া :
অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবেদনকারীকে এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর, সর্ব প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলি প্রদান করতে হবে। সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
নিয়োগ প্রক্রিয়া :
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের, বাছাইয়ের ক্ষেত্রে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে
আরও পড়ুন : ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায়