ডায়মন্ড হারবারে ভোটে কারচুপি করে জিতেছেন অভিষেক! শুনানি হবে হাইকোর্টে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ডায়মন্ড হারবার কেন্দ্রে লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল ইলেকশন পিটিশন ৷ সেই পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুগত মজুমদার । ওই কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি, সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি । জাতীয় নির্বাচন কমিশন ও দক্ষিণ 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে ।

ডায়মন্ড হারবার লোকসভা আসনে 2014 সালে প্রথমবার প্রার্থী হন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ওই ভোটে জিতে তিনি সাংসদ হন ৷ 2019-এ ওই কেন্দ্রে তাঁর জয়ের ধারা অব্যাহত থাকে ৷ 2024 সালে তিনি জয়ের হ্যাটট্রিক করেন ৷ 7 লক্ষ 10 হাজার 930 ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তিনি পেয়েছিলেন 10 লক্ষ 48 হাজার 230 ভোট ।

চব্বিশে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছিল অভিজিৎ দাস (ববি)-কে ৷ ভোটের ফলাফলে তিনি ছিলেন দ্বিতীয় স্থানে ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 3 লক্ষ 37 হাজার 300 । ওই আসনে সিপিএম প্রার্থী ছিলেন প্রতীক উর রহমান ৷ তিনি পেয়েছিলেন 86 হাজার 954 ভোট ।

ভোটের ফল প্রকাশের পর কারচুপির অভিযোগ তুলে সরব হন অভিজিৎ দাস ৷ তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ কলকাতা হাইকোর্টে তিনি দায়ের করেন ইলেকশন পিটিশন ৷ অবশেষে ওই মামলা শুনানির জন্য হাইকোর্টে গৃহীত হল ৷ এই মামলার শুনানি হবে আগামী 5 মে ৷

এই নিয়ে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, “ডায়মন্ড হারবারে নির্বাচন করতেই দেওয়া হয়নি বলে আমার মক্কেলের অভিযোগ ছিল । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থকরা পুরো নির্বাচনটাকেই প্রহসনে পরিণত করেছিলেন ।’’ তিনি আরও বলেন, ‘‘সত্য সামনে আসতে সময় লাগে । সময়ের সঙ্গে সঙ্গে সত্যি উদঘাটিত হয়, সেটাও আমরা সুপ্রিম কোর্টে এসএসসির মামলায় দেখলাম । দেখা যাক সত্যিটা কী ।”

আরও পড়ুন:- সিমেন্টের দাম বাড়বে, কবে থেকে কত বাড়বে জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন