Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিম কোর্টে ডিএ (DA) বা মহার্ঘ ভাতা মামলার শুনানি নিয়ে নতুন আপডেট এসেছে। ৪ঠা আগস্ট, ২০২৫ -এ এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। আসুন, এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : গলায় মাছের কাঁটা আটকে গেলে খুব সহজে চটজলদি বের হবে, জেনে রাখুন গোপন ট্রিকস
সুপ্রিম কোর্টের অগ্রিম তালিকা প্রকাশ
সুপ্রিম কোর্টের ৪ঠা আগস্টের শুনানির জন্য অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে। এই তালিকাটি থেকে বোঝা যায় কোন মামলাগুলির ওই দিনে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫০০ এর বেশি মামলার তালিকায় ডিএ মামলাটি ৬৯ নম্বরে রয়েছে, যা এই মামলার গুরুত্বকে নির্দেশ করে৷
কোন বেঞ্চে শুনানি হবে?
ডিএ মামলাটির শুনানি হবে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। তালিকার প্রথম দিকেই মামলাটি থাকায়, আশা করা হচ্ছে যে ৪ঠা আগস্ট সকাল ১১:০০ থেকে ১১:৩০-এর মধ্যে শুনানি শুরু হতে পারে৷
মামলার বর্তমান অবস্থা
বর্তমানে মামলার স্ট্যাটাসে সিরিয়াল নম্বর দেখা যাচ্ছে না, যা মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলেই জানা যাবে। এই মামলায় ২৫% ডিএ বকেয়া সংক্রান্ত বিষয়গুলি জড়িত রয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের মতো সংগঠনগুলি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই মামলায় লড়াই করছে৷
শুনানির সম্ভাবনা কতটা?
ইটা বলা হচ্ছে যে, ১৭টি কোর্টের মধ্যে ৬৯ নম্বরে মামলাটি তালিকাভুক্ত হওয়ায়, শুনানির সম্ভাবনা ১০০%। এর আগে ১৬ই মে, ২০২৫-এ শেষ শুনানি হয়েছিল এবং ৪ঠা আগস্ট, ২০২৫-এর জন্য মামলাটি “টপ অফ দ্য বোর্ড” হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল, যা এর অগ্রাধিকারকে আরও বাড়িয়ে তুলেছে ৷
আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর