Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে মানুষ স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কে অত্যন্ত সচেতন হতে শুরু করেছে। জিমে ভর্তি হলেও অনেকে নিয়মিত যেতে পারছেনা না, ভর্তি হলেও আবার কিছুদিন পর বিরক্ত হয়ে ছেড়ে দিয়ে থাকেন। এর ফলে শরীরের স্বাস্থ্যহানিও ঘটে থাকে। এই সমস্যা সমাধানে যদি কেউ স্মার্ট প্রযুক্তিনির্ভর একটি বিজনেস শুরু করতে পারেন, তবে সেটি হতে পারে একেবারে সময়োপযোগী ও লাভজনক উদ্যোগও।
আরও পড়ুন : চাঁদে মানুষ পাঠাচ্ছে ভারত, ইতিহাস গড়ার পথে ISRO
কেন এই ব্যবসার প্রয়োজন ?
ভারতের প্রতিটি শহরে ফিটনেস সেন্টার রয়েছে ও জিম থাকলেও বেশিরভাগ মানুষই নিয়মিত যেতে পারছে না।
কারণগুলির মধ্যে হল:
- অনেকের সময়ের অভাব
- নিয়মিত উৎসাহের ঘাটতি রয়েছে
- ব্যয়বহুল মেম্বারশিপ ব্যবস্থা
- দ্রুত ফল না পাওয়া
তবে এখন এমন একটি ডিজিটাল ফিটনেস প্ল্যাটফর্ম তৈরি করা যায় যেখানে ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নিজেই নিজের ফিটনেস ট্র্যাক করতে পারবেন এবং উৎসাহ বাড়ানোর জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন এখানে।
ব্যবসার মূল ধারণা কী?
একটি ফিটনেস অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে হবে, যেখানে ব্যবহারকারীরা –
- প্রতিদিন কতটা হাঁটলেন বা দৌড়ালেন তা জানা যাবে
- কত ক্যালোরি বার্ন করলেন তাও জানতে পারবেন
- তাদের ব্যক্তিগত ফিটনেস গোল কী
এসব তথ্য লগ করতে পারবেন।
এমনি এর সঙ্গে যুক্ত থাকবে রিওয়ার্ড, প্রতিযোগিতা ও ড্যাশবোর্ড দেখার সুযোগ– যা ইউজারদের মধ্যে মোটিভেশন তৈরি করতে সক্ষম হবে।