ডিপ্রেশন বা মানসিক বিষণ্ণতার জন্য সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Homeopathy

Bangla News Dunia , Pallab : ডিপ্রেশন বা মানসিক বিষণ্ণতার জন্য হোমিওপ্যাথির ১০টি ফলপ্রদ ওষুধ ও তাদের উপযুক্ত লক্ষণ —-

১. Ignatia Amara
লক্ষণ:
মানসিক আঘাত, প্রেমে ব্যর্থতা, শোক,
গভীর দীর্ঘশ্বাস,
হঠাৎ হঠাৎ কাঁন্না,
একা থাকতে চায়, কিন্তু সঙ্গও সহ্য হয় না।

২. Natrum Muriaticum
লক্ষণ:
একাকীত্ব, শোকবোধ,
পুরোনো প্রেমের কষ্ট,
কারো সহানুভূতি পছন্দ করে না
আত্মসম্মানবোধ প্রবল।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না

৩. Aurum Metallicum
লক্ষণ:
আত্মহত্যার চিন্তা, জীবন ব্যর্থ মনে হয়,
দায়িত্বপালনে ব্যর্থতা থেকে দুঃখ,
গম্ভীর, ধর্মপ্রাণ, আত্মদোষবোধ।

৪. Pulsatilla Nigricans
লক্ষণ:
আবেগপ্রবণ, কাঁদতে চায়, সান্ত্বনা পেতে চায়,
মুড পরিবর্তনশীল,
ঠান্ডা পরিবেশে ভালো লাগে।

৫. Sepia Officinalis
লক্ষণ:
নারীদের হরমোনজনিত বিষণ্ণতা,
নির্লিপ্ততা, পরিবার থেকে দূরত্ব,
বিরক্তি, ক্লান্তি, দায়িত্ব পালনে অনাগ্রহ।

৬. Lachesis Mutus
লক্ষণ:
অতিরিক্ত কথা বলা, কারো কথায় হস্তক্ষেপ
হিংসা, সন্দেহ,
বিষণ্ণতা মেনোপজ সময় ।

৭. Arsenicum Album
লক্ষণ:
দুশ্চিন্তা, নিরাপত্তাহীনতা
নিখুঁতভাবে সব কিছু চাই
একা থাকতে ভয় পায়

৮. Calcarea Carbonica
লক্ষণ:
অতিরিক্ত চিন্তাভাবনা,
দায়িত্বের চাপ থেকে ক্লান্তি ও বিষণ্ণতা,
ভবিষ্যৎ চিন্তা করে উদ্বিগ্ন।

৯. Staphysagria
লক্ষণ:
অপমান বা অবদমিত রাগ থেকে বিষণ্ণতা,
শান্তভাবে সব সহ্য করে, কিন্তু ভেতরে চাপ জমে,
সম্মান ও সম্পর্ক নিয়ে সংবেদনশীল।

১০. Sulphur
লক্ষণ:
আধ্যাত্মিক ভাবনা, সবকিছুতে বিরক্তি,
অপরিচ্ছন্নতা, অগোছালোতা
চিন্তায় ডুবে থাকে, ঘুম কম হয়

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন