Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- সকলেই চায় অর্থ উপার্জন করতে , তবে মানুষের সময় সর্বদা সমান যায় না। তাই জীবনে ভালো মন্দ দুটো সময় দেখতে হয় মানুষকে। তবে গ্রহ ও নক্ষত্রের কারণে বিভিন্ন সময় আমাদের আর্থিক পরিস্থিতি আলাদা আলাদা থাকে। তবে চলুন এই ডিসেম্বরে কোন কোন রাশির আর্থিক উন্নতি ভালো থাকতে পারে তা দেখে নেওয়া যাক —
আরো পড়ুন :- নিজের ভুল থেকেই শেখে এই ৬ রাশির মানুষরা , আপনি কি রয়েছেন তার মধ্যে ?
১. মেষ রাশি :- এই রাশির আয়ক্ষেত্র কুম্ভ রাশি। এই রাশির আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান থাকায় আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল দান করবে।
২. সিংহ রাশি :- এই রাশির একাদশ ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
৩. মিথুন রাশি :- এই রাশির এই মাসে আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ।
৪. তুলা রাশি :- এই রাশির আয় বা লাভের ক্ষেত্রের সাথে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় শুভ। যার ফলে আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
৫. ধনু রাশি :- এই রাশির আয়ের ক্ষেত্রের সাথে শনি এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় , আয় বা লাভের ক্ষেত্রে এই রাশির শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
৬. মকর রাশি :- এই রাশির আয় বা লাভের ক্ষেত্রে রবি, বুধ এবং কেতুর অবস্থান থাকায় ও মঙ্গলের রাশি পরিবর্তনের পর শুভ ফল প্রাপ্ত হবে। রবির ( সূর্য ) রাশি পরিবর্তনের পর শুভত্ব আরো বৃদ্ধি পাবে।
৭. মিন রাশি :- এই রাশির আয়ের ক্ষেত্রে শুভ কার্তারী যোগে অবস্থান করছে। এছাড়া রাশি অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান করায় , এই রাশির আয় এবং লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন :- আগামী ৪ মাস অত্যন্ত শুভ হতে চলেছে এই রাশির জাতকদের, বৃহস্পতির সৌজন্যে পাল্টাবে ভাগ্য
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)