ডিসেম্বর মাসে ১৯ দিন ব্যাঙ্ক বন্ধ ও কর্মীদের ছুটি, দেখুন কোন দিন কি আছে – Bank Employees Holiday December

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bank Employees Holiday December: ব্যাংকিং পরিষেবার নিয়ম অনুসারে মাসের দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার ব্যাংক গুলি বন্ধ থাকে। তাই রবিবারের পাশাপাশি অতিরিক্ত দুদিন অর্থাৎ সর্বমোট ৬ দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকে। তবে আগামী ডিসেম্বর মাসের ছুটির দিন সংখ্যা বেড়ে ১৯ দিন। তাই ডিসেম্বর মাসের কোন কোন দিন ছুটি রয়েছে তা না জেনে থাকলে অসুবিধার সম্মুখীন হতে পারেন। RBI কর্তৃক প্রকাশিত ছুটির ক্যালেন্ডার অনুসারে, ২০২৫ সালের ডিসেম্বরে ব্যাঙ্ক মোট ১৯ দিন বন্ধ (Bank Holiday) থাকবে।

বিভিন্ন রাজ্যে পৃথক পৃথক দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই এই ছুটির তালিকা অবশ্যই জেনে রাখা প্রয়োজন। নয়তো ছুটির দিন ব্যাংকে গিয়ে হয়রানি শিকার হতে হবে। ‌ ডিসেম্বর মাসে ব্যাংক কোন কোন দিন ছুটি রয়েছে নিম্নে সেই তালিকা দেওয়া হলো।

সম্পর্কিত পোস্ট

লক্ষীর ভান্ডারে ডাবল সুবিধা! এর পাশাপাশি অন্য প্রকল্পে সরাসরি সুবিধা -WB Lashmir Bhandar Benefit

Bank Employees Holiday December

ডিসেম্বর মাসের কোন কোন দিন বন্ধ থাকবে:

ডিসেম্বর মাসে ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন একমাত্র ন্যাশনাল হলিডে। তবে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে ২৫ শে ডিসেম্বর ছাড়াও অন্য অন্য দিন ছুটি রয়েছে। সেই রাজ্যগুলি হল মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়, দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে শিলং থেকে শুরু করে কোহিমা, গ্যাংটক, আইজল এবং ইম্ফলের মতো শহরে আগামী মাসে সর্বাধিক দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। নিম্নে ডিসেম্বর মাসের ছুটির তালিকা একে একে প্রকাশিত করা হলো-

১. ১ ডিসেম্বর (সোমবার): রাজ্য প্রতিষ্ঠা দিবস/স্বদেশি আস্থা দিবস উপলক্ষে ইটানগর এবং কোহিমায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২. ৩ ডিসেম্বর (বুধবার): সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসব উপলক্ষে শুধুমাত্র পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩. ১২ ডিসেম্বর (শুক্রবার): পা টোগান নেংমিঞ্জা সাংমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুধুমাত্র শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪. ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার): উ সোসো থামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুধুমাত্র শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫. ১৯ ডিসেম্বর (শুক্রবার): গোয়া মুক্তি দিবস উপলক্ষে শুধুমাত্র পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬. ২০ ডিসেম্বর (শনিবার): লোসৌং/নামসৌং উপলক্ষে শুধুমাত্র গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭. ২২ ডিসেম্বর (সোমবার): লোসৌং/নামসৌং উপলক্ষে গ্যাংটকের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮. ২৪ ডিসেম্বর (বুধবার): বড়দিনের আগের দিন আইজল, কোহিমা এবং শিলং এর ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯. ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার): বড়দিন উপলক্ষ্যে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০. ২৬ ডিসেম্বর (শুক্রবার): বড়দিন উদযাপন উপলক্ষে আইজল, কোহিমা এবং শিলং এর ব্যাংক বন্ধ থাকবে।
১১. ২৭ ডিসেম্বর (শনিবার): বড়দিন উদযাপনের কারণে শুধুমাত্র কোহিমায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২. ৩০ ডিসেম্বর (রবিবার): উ কিয়াং নাংবাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুধুমাত্র শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩. ৩১ ডিসেম্বর (সোমবার): নববর্ষের আগের দিন / ইমোইনু ইরাতপা জন্য শুধুমাত্র আইজল এবং ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

উক্ত হলিডে ছাড়াও শনিবার এবং রবিবার মিলে মোট ছ দিন ছুটি রয়েছে, যথা-
১৪. ৭ ডিসেম্বর – রবিবার।
১৫. ১৩ ডিসেম্বর – মাসের দ্বিতীয় শনিবার।
১৬. ১৪ ডিসেম্বর – রবিবার।
১৭. ২১ ডিসেম্বর – রবিবার।
১৮. ২৭ ডিসেম্বর – রবিবার।
১৯. ২৮ ডিসেম্বর – মাসের চতুর্থ শনিবার।

তাই ডিসেম্বর মাসের উক্ত ছুটির দিনগুলোতে আপনার ব্যাংকে কোন বিশেষ কাজ থাকলে সেটা পূর্বেই মিটিয়ে নিন। নয়তো ছুটির দিনে ব্যাংক পৌঁছে হয়রানির শিকার হতে হবে। তবে ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকলেও আপনারাও উক্ত দিন গুলোতে চাইলে নেট ব্যাঙ্কিং থেকে শুরু করে, মোবাইল ব্যাঙ্কিং, UPI, ATM এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

আরও পড়ুন

ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, শুধু মাধ্যমিক পাশে সরাসরি চাকরির সুযোগ – WB Asha Workers Recruitment

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন