Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সম্প্রতি মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মেডিকেল রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে তাঁর স্বাস্থ্য সম্পর্কে একাধিক তথ্য উঠে এসেছে। রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই ট্রাম্প একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছেন। যেমন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো, ভিসা নীতিতে কড়াকড়ি এবং ট্যারিফ সংক্রান্ত সিদ্ধান্ত।
এই সিদ্ধান্তগুলির কারণে ট্রাম্পকে নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ তাঁর মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। অনেকে তাঁর বয়স নিয়েও নানা মন্তব্য করেছেন। এর মধ্যেই তাঁর এই স্বাস্থ্য রিপোর্ট প্রকাশিত হল।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ৭৮ বছর বয়সি ট্রাম্প শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য পুরোপুরি ফিট। ট্রাম্পের ওজন আগের থেকে অনেকটাই কমেছে। তাঁর চিকিৎসক নেভি ক্যাপ্টেন শন বারবেলা জানিয়েছেন, ট্রাম্পের ওজন ২০ পাউন্ড কমে হয়েছে ২২৪ পাউন্ড (প্রায় ১০১ কেজি)। ২০২০ সালের রিপোর্টে তাঁর ওজন ছিল ২৪৪ পাউন্ড।
বর্তমানে তাঁর বডি মাস ইনডেক্স (BMI) ২৮.০, যা ওভারওয়েট শ্রেণিতে পড়ে। আগের BMI ছিল ৩০.৫, যা স্থূলতার মধ্যে পড়ে। চিকিৎসকদের মতে, ওজন কমা তাঁর অ্যাকটিভ জীবনযাত্রার প্রমাণ।
রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্পের হৃদয়, স্নায়ুতন্ত্র এবং সাধারণ শারীরিক কার্যক্ষমতা খুবই ভালো। তাঁর কোলেস্টেরল মাত্রা ২০১৮-তে ছিল ২২৩, ২০২০-তে কমে হয় ১৬৭ এবং বর্তমানে ১৪০ হয়েছে। এটি একটি আদর্শ মাত্রা।
তাঁর ব্লাড প্রেশার ১২৮/৭৪, যা সাধারণের থেকে একটু বেশি হলেও চিন্তার কিছু নয়। হার্টবিট ৬২, যা একদম স্বাভাবিক এবং ভালো মানের বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ট্রাম্প সম্প্রতি মন্ট্রিয়াল কগনিটিভ অ্যাসেসমেন্ট নামক একটি মানসিক স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ নম্বর পেয়ে পাশ করেছেন। তিনি জানান, “আমি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি।”
রিপোর্টে আরও জানানো হয়েছে, ট্রাম্পের ত্বকে সূর্যরশ্মির প্রভাবে হালকা ক্ষত এবং কয়েকটি অল্প মানের ঘা পাওয়া গেছে, তবে সেগুলো গুরুতর নয়। ২০২৪ সালের একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ডান কানে গুলির চিহ্নের কথাও উল্লেখ আছে।
ট্রাম্প নিয়মিত গল্ফ খেলেন, যা তাঁর সক্রিয় জীবনযাত্রার অংশ। তিনি জানান, “আমি খুব ভালো অনুভব করছি। আমার শরীর ভালো, মন ভালো।”
এই রিপোর্ট প্রকাশের পর ট্রাম্পের বয়স নিয়ে যাঁরা প্রশ্ন তুলছিলেন, তাঁদের জন্য এটি স্পষ্ট বার্তা। জুন মাসে ট্রাম্প ৭৯ বছর পূর্ণ করবেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাইডেন রাষ্ট্রপতি থাকাকালীন ৮২ বছর বয়সি ছিলেন। এই রিপোর্ট প্রমাণ করেছে, ট্রাম্প এখনও তাঁর দায়িত্ব পালনে পুরোপুরি সক্ষম।
আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না