তছনছ পাড়ার অনেক বাড়ি, কে করেছে জেনেও তাকে জেলে ভরতে পারল না পুলিশ, কারণ কি ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একটি পাড়া জুড়ে সারি দিয়ে বাড়ি। সেই সারি দেওয়া বাড়িতে বিভিন্ন সময়ে লুকিয়ে ঢুকে খালি ঘরে তছনছ চালানো হয়। সকলের নজর এড়িয়ে চলে এই তছনছ করা। পুলিশ বিষয়টি জানার পর প্রাথমিক অনুমান ছিল চুরির উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। কি কি চুরি গেছে তা জানার চেষ্টাও করে পুলিশ।

এদিকে এমন কাজ যে বা যারা করেছে তাদের গ্রেফতারের দাবি জোড়াল হয়। পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে অবশেষে তারা জানতে পারে এই কাণ্ড কে ঘটাচ্ছে।

দল নয়, পুলিশ জানতে পারে এটা একজনেরই কাজ। যাকে গাছের ওপর থেকে টেনে নামিয়ে তুলে নিয়ে যায় পুলিশ। তবে জেলে নয়। নিয়ে যাওয়া হয় চিড়িয়াখানায়। কারণ এই তাণ্ডব কোনও মানুষের কাজ ছিলনা। ছিল এক বাঁদরের।

আরও পড়ুন:- যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি রাশিয়া, তবে দিলেন কিছু শর্ত

অ্যামাজনের জঙ্গলের বিশেষ প্রজাতির এই বাঁদর অবশ্য জঙ্গল থেকে আসেনি। বরং ছোট থেকেই সে মানুষের সঙ্গে বড় হয়েছে। তার কাছে জঙ্গলটাই নতুন। পোষা সেই বাঁদরটিই তার মনিবের কাছ থেকে পালিয়ে পেরুর এই আইকা নামে জায়গায় একের পর এক বাড়িতে তাণ্ডব চালায়।

Monkey
কাপুচিন প্রজাতির বাঁদর, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

তাকে পাকড়াও করে আইকা চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে যে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তার উপায় নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

কারণ সেটি জঙ্গলে থাকেইনি। ফলে সে জঙ্গলে খাপ খাইয়ে নিতে পারবেনা। বাঁদরটিকে কোনও চিড়িয়াখানাতেই রাখার কথা ভাবা হচ্ছে। খবরটি অনেক সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন