তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারে বড় ধস!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারে বড় ধস! মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি কর্মীদের জন্য H-1B ভিসা চলতি বছরের শেষ পর্যন্ত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শেষ পর্যন্ত H-1B, এইচ ৪, L1 এবং J1 ভিসা দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এই সিদ্ধান্তের পরেই ভারতীয় শেয়ারবাজারে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারে বড় মাপের পতন ঘটল। সবচেয়ে খারাপ অবস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS-এর। এছাড়াও শেয়ারদরে বড় মাপের পতন হয়েছে উইপ্রো, ইনফোসিস, এইচসিএল-এর মতো সংস্থাগুলিরও।

economy

সোমবার গভীর রাতে হঠাত্‍ ভিসা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে হোয়াইট হাউস। মঙ্গলবার বাজার খুলতেই পতন শুরু হয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির। টিসিএস-এর শেয়ার ১১.১৫ শতাংশ পড়ে যায়। সবচেয়ে খারাপ অবস্থা এই ভারতীয় সংস্থার। ইনফোসিস শুরুই করে ৫ শতাংশ নেগেটিভে। সব মিলিয়ে নিফটি-তে আইটি ইনডেক্স ০.১৬ শতাংশ কমে দাঁড়ায় ১৪ হাজার ৪৪০ পয়েন্ট।

ট্রাম্প জানিয়েছেন, ভিসা বাতিলের এই সিদ্ধান্ত কার্যকর হওয়া শুরু হবে ২৪ জুন থেকে। ২০২০ সালের শেষ পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ভারত। কারণ ৮৫ হাজার ভিসার মধ্যে প্রায় ৭০ শতাংশই ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির কর্মীদের জন্য ইস্যু করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে কাজের জন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি H1-B ও L1 ভিসায় ভারতীয় কর্মীদের নিয়োগ করে বরাবরই।

Highlights

1. তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারে বড় ধস!

2. ভিসা বাতিলের এই সিদ্ধান্ত কার্যকর হওয়া শুরু হবে ২৪ জুন থেকে

# Trump # TCS

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন