তপশিলি জনজাতি তকমা চেয়ে আন্দোলনে কুড়মিরা, রেল পরিষেবায় প্রভাব

By Bangla News Dunia Dinesh

Published on:

তপশিলি জনজাতি তকমা চেয়ে আন্দোলনে শামিল হল কুড়মিরা (Kurmi Protest)। শনিবার সকালে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদের চন্দ্রপুরা স্টেশনে রেল অবরোধ করছেন তাঁরা। সূত্রের খবর, কুড়মিদের রেল এবং রাস্তা অবরোধ কর্মসূচির জেরে আংশিক প্রভাবিত দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা। এদিন ভোরে খড়গপুর ডিভিশনের ওডিশার ভাঞ্জপুর স্টেশনে বিক্ষোভ দেখান কুড়মি আন্দোলনকারীদের একাংশ। এছাড়াও চক্রধরপুর ডিভিশনের সিনি-বীরবান অংশে বিক্ষোভ অব্যাহত। এর ফলে কিছু ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাতিল করা হয়েছে কয়েকটি ট্রেন। আবার কিছু ট্রেন ঘুরপথে চলছে।

রেল (Railway) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পূর্ব মধ্য রেলওয়েতে ধানবাদ ডিভিশনের বিভিন্ন স্থানে ঝাড়খণ্ডের আদিবাসী কুর্মি সমাজের বিক্ষোভের কারণে কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে, ১২০১৯ হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেসের পথ পরিবর্তন করা হয়েছে। আসানসোল-জয়চণ্ডী পাহাড়-রাঁচি হয়ে চলবে। ২২৩০৩ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল-ঝাঝা-কিউল-গয়া হয়ে ডাইভার্ট করা হয়েছে। ০৯৪৩৮ শিয়ালদহ-গান্ধীধাম এক্সপ্রেস বিশেষ আসানসোল-ঝাঝা-কিউল-গয়া হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত তিনটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ১৩৫৫৩ আসানসোল-বারানসী এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। ১৩৩১৯ দুমকা– রাঁচি এক্সপ্রেস বরাকরে যাত্রা শেষ করবে। ১৩৫০৩ বর্ধমান–হাতিয়া মেমু এক্সপ্রেসেরও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এই অবরোধকে অসাংবিধানিক আখ্যা দিয়ে মানুষের যাতে সমস্যা না হয় তা দেখার জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপর এদিন রেল ও রাস্তা অবরোধের মোকাবিলায় রাজ্য পুলিশ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম। বাড়তি আরপিএফও এদিন বিভিন্ন স্টেশনে মোতায়েন করা হয়। তবে আন্দোলনের জেরে রেল পরিষেবায় আংশিক প্রভাব দেখা গেলেও, সড়ক পরিষেবায় সেভাবে কোনো প্রভাব পড়েনি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন