Bangla News Dunia, দীনেশ :- তামিলভূমে ফের এআইএডিএমকের হাত ধরল বিজেপি (AIADMK-BJP)। শুক্রবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah) চেন্নাইতে ঘোষণা করেছেন যে এআইএডিএমকে নেতা ই পালানিস্বামীর নেতৃত্বে ২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি (BJP)। ১৯৯৮ সালে জয়ললিতা মুখ্যমন্ত্রী থাকাকালীন এআইএডিএমকের সঙ্গে জোট বেঁধেছিল বিজেপি। সেই সময় থেকেই এনডিএ শরিক ছিল জয়ললিতার দল। জয়ললিতার মৃত্যুর পরও জোট বজায় ছিল। কিন্তু ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এআইএডিএমকের সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে যায়।
আরও পড়ুন:- বদলে যাচ্ছে UPI পেমেন্টে টাকা লেনদেনের পদ্ধতি, বিস্তারিত জেনে নিন
এরপর আন্নামালাইয়ের সভাপতিত্বে লোকসভায় ভাল ফলের আশা ছিল নরেন্দ্র মোদি-অমিত শা দের। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিতে আর ঝুঁকি নিতে চাইছে না বিজেপি। তাই এআইডিএমকের সঙ্গে জোটের সিদ্ধান্ত নিয়েছে দল। এমনকী ই কে পালানিস্বামীকে তামিলনাডুতে জোটের নেতা হিসেবে মেনেও নিয়েছেন তাঁরা। এদিন অমিত শা জানিয়েছেন, ‘জাতীয় স্তরে নরেন্দ্র মোদির নেতৃত্বে লড়াই হবে, রাজ্যে পালানিস্বামী জোটকে নেতৃত্ব দেবেন।’ ফলে দক্ষিণে আরও এক নতুন শরিকদল পেতে চলেছে এনডিএ।
আরও পড়ুন:- কলকাতায় ভূমিকম্পের আশঙ্কা? পদে পদে সতর্ক থাকার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ জানুন
অনেক দিন ধরেই বিজেপি শিবিরে জোট নিয়ে আলোচনা চলছিল। এদিন অমিত শায়ের সফরের মাঝেই জানা যায় দলের রাজ্য সভাপতির পদ থেকে আন্নামালাইকে সরিয়ে নৈনার নগেন্দ্রনকে দায়িত্ব দিচ্ছে বিজেপি। তখনই নিশ্চিত হয়ে যায় বিজেপির সঙ্গে জোট হতে চলেছে এআইএডিএমকের। আন্নামালাই রাজ্যস্তরে এই জোটের বিরোধী ছিলেন। প্রধানত লোকসভা নির্বাচনের পর আন্নামালাইয়ের কিছু মন্তব্যের জেরে বিজেপি এআইএডিএমকে ফাটল আরও চওড়া হয়। শেষ পর্যন্ত জোট ছেড়ে বেরিয়ে আসে এআইএডিএমকে। এরপর থেকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আন্নামালাইয়ের উপর খুব একটা সন্তুষ্ট ছিলেন না। হাওয়া বুঝে আগে থেকেই সভাপতির দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন আন্নামালাই। তারপরই নগেন্দ্রনকে রাজ্য সভাপতি করে এআইডিএমকের সঙ্গে গাটছড়া চূড়ান্ত করে বিজেপি। এদিন সাংবাদিক বৈঠকে প্রশ্ন ওঠে দীর্ঘদিন পর পুরনো সঙ্গীর সঙ্গে ফের এই জোটের নেপথ্যে কি কোনও শর্ত রয়েছে। শাহ স্পষ্ট জানিয়ে দেন, ‘ডিএমকে দলকে ক্ষমতাচ্যুত করতে নিঃশর্তভাবেই এই জোট সম্পন্ন হয়েছে।’
আরও পড়ুন:- মাসে 31,000 টাকা বেতনে কলকাতা এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগ। শীঘ্রই আবেদন করুন