তিন মহাদেশে তান্ডবের পর করোনার পরবর্তী লক্ষ্য কি ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চীন থেকে শুরু হয়েছিল মহামারীর উৎপত্তি। তারপর ইউরোপের তাবড় তাবড় দেশে মহাতান্ডব। সেখান থেকে আমেরিকাতে অতিমারীর রূপ নিলো করোনা। এশিয়া ও ইউরোপের বহু দেশে তান্ডবলীলা করেছে এই প্রাণঘাতী করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। WHO বলছে , আবার করোনা আফ্রিকা মহাদেশে মহামারীর রূপ নিতে পারে। একই রকম উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্র সংঘ। তাদের মতে প্রায় ৩ লক্ষ মানুষের জীবন সংশয় হতে পারে। আফ্রিকার গরিব দেশ গুলি চলে যেতে পারে অন্ধকারে।

গত সপ্তাহ থেকে আফ্রিকাতে করোনার বড়ো পরিবর্তন দেখা যাচ্ছে। হঠাৎ বেড়েছে আক্রান্তের সংখ্যা। WHO জানাচ্ছে আফ্রিকার বহু দেশে এর সংক্রমণ ক্রমেই বাড়ছে। এই মহামারী মোকাবিলার পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা আফ্রিকার দেশ গুলিতে নেই বলে জানিয়েছে হু । এখনো অবধি প্রায় ১৯ হাজার করোনা সংক্রমণ পাওয়া গেছে। মৃতের সংখ্যা প্রায় হাজার।

[ আরো পড়ুন :- বাজারে এলো আইফোন এসই ২ ]

আলজেরিয়া , মরোক্কো ও মিশরে সংক্রমণের হার অনেকটাই বেশি। মরোক্কো ও মিশরে আক্রান্তের হার প্রায় ২০০০ ও মৃত্যু ১০০র বেশি। দক্ষিণ আফ্রিকার সংক্রমণের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে ও মৃত্যু ৪৮ জনের। নাইজেরিয়াতে মহামারীর জীবাণু পাওয়া গেছে ৪৪২ জনের দেহে। মারা গেছে ১৩ জন। কিছু বছর আগে ইবোলা তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আফ্রিকার দেশগুলি। তার থেকে সামলে ওঠার আগেই আর এক প্রাণঘাতী মহামারীর হানা।

[ আরো পড়ুন :- স্যামসুং আনলো ইকো প্যাকেজিং সিস্টেম ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন