তিব্বতে বৈদ্ধ ধর্মের ধার্মিক স্বাধীনতা খর্বের চেষ্টা চীনের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- চীন বিশ্বের এমন এক দেশ যেখানে সবচেয়ে বেশি নাস্তিক মানুষ বসবাস করেন। অথাৎ চীনের বেশি সংখক মানুষ কোনো ধর্মকেই মানেন না। যার ফলে চীন বিভিন্ন ধর্মের উপর অত্যাচার ও তাদের ধর্মের স্বাধীনতা খর্বের চেষ্টা করে থাকে। এর আগেই চীন সিং ঝিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার করতে শুরু করেছে।

আরো পড়ুন :- দেশ রক্ষাথে নিজের হাতে বন্দুক তুলে নিলো মায়ানমারের বিউটি কুইন !

সেখানকার মুসলিমদের দাঁড়ি রাখা বারণ। এমনকি কোনো মুসলিম যদি দাড়ি রাখে তবে জোর করে তা কেটে দেওয়া হয়। এছাড়া সেখানকার মুসলিম মহিলারা হাঁটুর নিচে কাপড় পড়তে পারেন না। এই মহিলাদের উপর শারীরিক নির্যাতন চালায় সেখানকার সেনা বাহিনী। এছাড়া সিং ঝিয়াং প্রদেশে বিগত কয়েক বছরে ১৭০ এর বেশি ছোট বড় মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে মুসলিমরা। এছাড়া কিছু মসজিদকে উঁচু দেয়ালের পিছনে লুকিয়ে দিয়েছে। যাতে করে সেখানকার মুসলিমরা ওই মসজিদে গিয়ে নামাজ পড়তে না পারে।

ঠিক এমনটাই করার চেষ্টা করছে তিব্বতের বৈদ্ধ সম্প্রদায়ের উপর। মূলত এই মাস বৈদ্ধ সম্প্রদায়ের মানুষদের জন্য পবিত্র মাস। এই মাসে এই সম্প্রদায় বিভিন্ন ধার্মিক  অনুষ্ঠান পালন করে থাকেন। চীনের পক্ষ থেকে বৈদ্ধদের এই স্বাধীনতা খর্ব করার জন্য প্রশাসন বৈদ্ধদের ধার্মিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে। যাতে করে বৈদ্ধ সম্প্রদায়ের মানুষরা তাদের এই পবিত্র মাসে ধার্মিক অনুষ্ঠান পালন করতে না পারেন।

আরো পড়ুন :- নিজের দূর সময়েও ভারতকে সাহায্য পাঠিয়ে প্রকৃত বন্ধুর পরিচয় দিলো ইসরায়েল !

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ইহুদিরা এতো শক্তিশালী কেনো ? ইহুদিদের শক্তিশালী হওয়ার পিছনের ইতিহাস জানুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন