তীব্র বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ! মৃত ৫ শিশু, আহত অনেকে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : তীব্র বিস্ফোরণ (Blast) পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশে। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ শিশুর। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। জানা গিয়েছে, একটি পুরোনো মর্টার শেল (Mortar shell) নিয়ে খেলছিল শিশুরা। তখনই বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !

সূত্রে খবর, শনিবার সকালে খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলায় ঘটনাটি ঘটেছে। একদল শিশু খেলাধূলা করার সময় একটি মর্টার শেল খুঁজে পায়। আর না বুঝেই মর্টার শেলটিকে নিজেদের গ্রামে নিয়ে এসে তারা। এরপর সেটা নিয়ে খেলার সময়ই মর্টার শেলটি ফেটে অঘটন ঘটে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বম্ব স্কোয়াড এবং উদ্ধারকারী দল। এরপর দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানা গিয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে মর্টার শেলটি কীভাবে এল ওই এলাকায়, তা জানা যায়নি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ওই এলাকায় আর কোনও মর্টার শেল রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন