তুমুল হট্টগোল বিধানসভায়, মার্শাল দিয়ে বের করা হল দুই বিজেপি বিধায়ককে !

By Bangla News Dunia Dinesh

Published on:

bjp tmc

Bangla News Dunia, Pallab : বিধানসভার দ্বিতীয়ার্ধে অধিবেশন কক্ষে উত্তপ্ত পরিস্থিতি। সোমবার উত্তাল হয়ে উঠল বিধানসভা (Assembly)। সাসপেন্ড করা হল বিজেপি বিধায়ক দীপক বর্মনকে। একইসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মার্শাল দিয়ে বের করা হল বিজেপির অন্য দুই বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh) এবং মনোজ ওরাওঁকে।

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

এদিন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বক্তব্য রাখাকালীন অশান্তির সৃষ্টি হয়। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই শংকর ঘোষরা প্রশ্ন তোলেন। এভাবে বিরোধীদের বলতে দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তাঁরা। এরপরই শুরু হয় বিজেপি বিধায়কদের স্লোগান। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) নির্দেশে মার্শাল ডেকে শংকর ঘোষ ও মনোজ ওরাওঁকে বের করে দেওয়া হয়। হীরণের দাবি, ১৭ মিনিট বক্তব্য রাখার জন্য বরাদ্দ থাকলেও ১১ মিনিটে মাইক বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন

এদিকে দুই সতীর্থকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বিধানসভার কার্যবিবরণী ছিঁড়ে ফেলেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। স্পিকার তাঁকে সাসপেন্ড করেন। চলতি অধিবেশনে সাসপেন্ড হয়েছেন শুভেন্দু। ফলে উত্তপ্ত বিধানসভায় এদিন প্রবেশের সুযোগ পাননি বিধানসভার বিরোধী দলনেতা। তিনি পরিষদীয় দলের বৈঠকে যোগ দিতে এসে অসন্তোষ প্রকাশ করেন। ‌

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন