তুলসীর মন্তব্যে ক্ষুব্ধ ইউনূস সরকার, পালটা প্রতিক্রিয়া দিল আমেরিকা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিল মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তুলসীর মন্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করা হয়েছিল। এই বিতর্কের মাঝেই এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পালটা প্রতিক্রিয়া দিল আমেরিকা (US)।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

বুধবার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে করা তুলসীর মন্তব্যের পর চলমান বিতর্ক নিয়ে জিজ্ঞাসা করা হয় মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসকে (Tammy Bruce)। তখন তিনি বলেন, ‘যে কোনও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনার আমরা নিন্দা জানাই। বাংলাদেশের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপকে স্বাগত জানাই। আমরা সেদিকেই নজর রাখছি। আশা করছি এটাই অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, সম্প্রতি ভারত সফরে এসে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জানান যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন আমেরিকা। বাংলাদেশে ইসলামিক মৌলবাদের উত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রীসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা সবেমাত্র শুরু হচ্ছে। তবে এটি উদ্বেগের একটি কেন্দ্রীয় বিষয় হিসেবেই রয়ে গিয়েছে।’ কিন্তু এরপরই তুলসীর মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ। মার্কিন গোয়েন্দা প্রধানের এই মন্তব্য ‘বিভ্রান্তিকর’ এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ‘ক্ষতিকর’ উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলে, ‘বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।’ গ্যাবার্ডের মন্তব্যের নির্দিষ্ট কোনও প্রমাণ নেই বলে বাংলাদেশ সরকার বিবৃতিতে দাবি করেছিল। কিন্তু এবার নতুন করে প্রতিক্রিয়া দিয়ে আমেরিকা বুঝিয়ে দিল বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে হোয়াইট হাউস।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন