তুলা রাশির জাতক – জাতিকাদের এই বছর কেমন চলছে দেখে নিন।

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। জ্যোতিষশাস্ত্র মতে শুক্র হল ধনসম্পদের গ্রহ। এ রাশির জাতকের ক্ষেত্রে এই বছরটি মিশ্র ফল দেবে।

বছরের প্রথম দিকে এ রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত মানসিক চাপ ছিলো। কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। উপার্জনের ক্ষেত্রে বাধা-বিঘ্ন আশতে পারে। মাত্রাতিরিক্ত ব্যয়ের ফলে দিশেহারা অবস্থার সৃষ্টি হতে পারে। ঋণগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্র পরিবর্তনের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখাই ভাল। বছরের মধ্য ভাগের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে চলে আসবে।।

জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। স্ত্রীর স্বাস্থ্যের প্রতিও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কারণ, এ বছর তার স্বাস্থ্যের অবনতির আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে। আত্মীয়দের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, মনোমালিন্যের যোগ রয়েছে। তবে বছরের মধ্য ভাগের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে। বছরের শেষভাগে এ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাঁরা অবিবাহিত, তাঁদের বিবাহের শুভ যোগ রয়েছে। এ রাশির বিদ্যার্থীদের পরীক্ষার ফল শুভ হবে।

—————————————————————————–

জ্যোতিষ সম্পর্কিত যে কোন সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন…….

জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

যোগাযোগ – 9093476035 , 8906174912

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন