Bangla News Dunia, Pallab : প্রত্যাশিত ভাবেই ওয়াকফ সংশোধনী বিলের (Waqf Bill) বিরোধীতা করল তৃণমূল কংগ্রেস (Tmc)। এদিন দলের তরফে বিতর্কে অংশ নেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার ভাষণের শুরুতে কল্যাণ লোকসভায় স্বভাবসিদ্ধ ভাবে শায়েরি উল্লেখ করে বলেন, ‘তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি অওলাদ হ্যায় ইনসান বনেগা।’
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
তিনি জানান, তাঁর দল এই বিলের বিরোধী এবং বিরুদ্ধে ভোট দেবে। ওয়াকফ বিল সংবিধানের মূল কাঠামোকে আঘাত করে। কল্যাণের দাবি, ওয়াকফ সংশোধনী বিল আসলে মুসলিমদের সম্পত্তি কুক্ষিগত করার রাস্তা। কেন্দ্রের শাসকদলের এটা একটা শয়তানি চক্রান্ত। যে পরিবর্তন বা সংশোধনী আনা হয়েছে, তা অনভিপ্রেত। ইসলাম ধর্মকে অত্যন্ত আধুনিক ও উদারমনস্ক ধর্ম বলে আখ্যায়িত করেন কল্যাণ।
ওয়াকফ বিলের বিরোধিতা করে সমাজবাদী পার্টিও। অখিলেশ যাদব বলেন, এনডিএ সরকারের ব্যর্থতা লুকানোর জন্যই এই বিল আনা হয়েছে।’ কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের দাবি, ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হলে, দেশে মামলা-মোকদ্দমা বাড়বে। যদিও সরকারের হয়ে ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে যুক্তি দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। তিনি বলেন, ‘এই আইনে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে না। রেজিস্টার্ড সম্পত্তিতে কোনও প্রভাব পড়বে না।’