তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারকে লক্ষ্য করে গুলি, মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত! কালীপুজোর সকালে সাংঘাতিক কাণ্ড

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূলের (TMC) প্রাক্তন কাউন্সিলারকে লক্ষ্য করে গুলি! ঘটনায় তীব্র চাঞ্চল্য কলকাতার বিধাননগর এলাকায় ((Bidhannagar)। জানা গেছে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বিধাননগর আইএনটিইউসি প্রেসিডেন্ট নির্মল দত্তকে সোমবার সকালে এক দুষ্কৃতী গুলি করেন (Nirmal Dutta)। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।

এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বিধাননগর এলাকায় দত্তাবাদের ওয়ার্ড অফিসে আচমকা প্রবেশ করে এক দুষ্কৃতী। টানা দু’বার প্রাক্তন কাউন্সিলার নির্মল দত্তকে লক্ষ্য করে গুলি করে অভিযুক্ত। গুলি লক্ষ্যচ্যূত হতেই বন্দুকের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এরপর নির্মল বাবু পুলিশের অভিযোগ জানালে তদন্ত শুরু হয়। ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানার ((Bidhannagar Police) পুলিশ হামলাকারীর খোঁজ শুরু করেছে।

এদিকে ঘটনা প্রসঙ্গে নির্মল দত্ত বলেন, ‘৭টা ২০ মিনিট নাগাদ আমি বাইপাসে আসি কাজের তদারকি করতে। হঠাৎ গোলাপি রঙের জামা, মুখে মাস্ক পরা এক যুবক বন্দুক বের করে, প্রথম দুটো গুলি লাগেনি। তৃতীয়বার গুলি করার চেষ্টা করলে, তখন আমি ধরে ফেলি। আমার মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারে। পাড়ার লোকজন সেই সময় বেরিয়ে আসতেই বেঙ্গল কেমিক্যালসের রাস্তা দিয়ে পালিয়ে যায়। ওখানে সিসিটিভি আছে। বিধাননগর পুলিশ সঙ্গে সঙ্গেই আসে। মুখে মাস্ক পরা ছিল, তাই চিনতে পারিনি, তবে ওর চোখ-মুখ আমার চোখে ভাসছে এখনও।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন