‘তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মানুষের’, রাজ্যে আসার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মোদীর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মানুষের। শুক্রবার তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার আগে সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে এমনটা লিখেছেন তিনি। নমো লিখেছেন, ‘কলকাতার সমাবেশে থাকতে আগ্রহী। যত দিন যাচ্ছে, তৃণমূলের (TMC) বিরুদ্ধে জনরোষ বাড়ছে। আমাদের উন্নয়নের এজেন্ডার কারণে পশ্চিমবঙ্গ আশা নিয়ে বিজেপির দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে।’

প্রসঙ্গত, ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রাজ্য সফরে আসছেন নমো। তবে সফর পুরোপুরি রাজনৈতিক নয়। দমদমে একটি জনসভা এবং বেশকিছু প্রকল্পের উদ্বোধন রয়েছে। নতুন তিন মেট্রো রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আগামীকাল বিকেল সাড়ে ৪টা নাগাদ পাটনা থেকে কলকাতা পৌঁছোবেন। এরপর সড়কপথে তিনি যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন। সেখানে তিনি মেট্রো রেল সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন।

উদ্বোধন শেষে তিনি মেট্রো রেলে চড়ে বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে আবারও যশোর রোড স্টেশনে ফিরে আসবেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ প্রধানমন্ত্রীর দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এই সরকারি অনুষ্ঠানের পরই বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-য় ভাষণ দেবেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন