তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ! চাঞ্চল্য মুর্শিদাবাদে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বিধানসভা নির্বাচনের আগেই মুর্শিদাবাদের মাটিতে (Murshidabad) এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন (TMC leader murdered)। বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের ভরতপুর লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন : ৮ আগস্টের পর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ! চালু রাখতে এই কাজ করুন

জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ (৫৩)। অভিযোগ, ওই এলাকার একটি নদীর বাঁধের উপরে থাকা সাঁকোতে তাঁর দেহ কে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এদিকে খুনের ঘটনার কথা জানাজানি হতেই, তাঁর পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসেন। এরপরই সেখানে পৌঁছায় পুলিশ। তৃণমূল কর্মীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গ্রামবাসীদের একাংশের দাবি, অতীতে নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন মৃত তৃণমূল কর্মী। সেক্ষেত্রে পুরাতন কোনও বিবাদকে কেন্দ্র করে এই খুন হয়ে থাকতে পারে। সব মিলিয়ে ঘটনাকে ঘিরে দানা বেঁধেছে গভীর রহস্য। ইতিমধ্যেই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

আরও পড়ুন : হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন