Bangla News Dunia, Pallab : তৃণমূল কংগ্রেস নেতাকে (TMC leader) লক্ষ্য করে পরপর বোমা ছুড়ল দুষ্কৃতীরা। বীরভূমে (Birbhum) খুন হলেন তৃণমূল কংগ্রেস নেতা বাইতুল্লা শেখ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে। ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত
জানা গিয়েছে, বীরভূমের ময়ুরেশ্বর-১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ পদে রয়েছেন মৃত তৃণমূল নেতার স্ত্রী শাকিলা বিবি। এদিন রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় গ্রামে একটি মোড়ের কাছেই বসে ছিলেন বাইতুল্লা। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়ে। বোমার আঘাতে গুরতর জখম হন তিনি। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা, কী উদ্দেশ্যে বোমা মেরে বাইতুল্লাকে খুন করল তা এখনও স্পষ্ট নয়। তবে খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর