তৃণমূল নেতার চাপে আত্মঘাতী প্রধান শিক্ষক ! দাবি করেছিলেন ৩৫ লক্ষ টাকা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia : স্কুল পরিচালন কমিটির আর্থিক দাবির কাছে নতি স্বীকার না করে চরম পদক্ষেপ! মানসিক চাপে আত্মঘাতী (Suicide) সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক। ঘটনায় উত্তাল মুর্শিদাবাদের ডোমকল (Domkal) মহকুমার অন্তর্গত রানীনগর এলাকা।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত প্রধান শিক্ষকের নাম উজ্বল সিংহ রায়। তিনি বাবুলতলি খলিলুর রহমান বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক পদে ছিলেন। ওই স্কুলের পরিচালন সমিতির চেয়ারম্যান তথা তৃণমূলের (TMC) রানীনগর পঞ্চায়েত সমিতির সদস্য আয়নাল হকের সঙ্গে তাঁর মিড-ডে মিল সংক্রান্ত বিষয় নিয়ে নানান বাদানুবাদ চলছিল। মিড–ডে মিল, সর্বশিক্ষা মিশন–সহ স্কুলে আসা সরকারি বিভিন্ন অনুদান থেকে উজ্জ্বল বাবুর কাছে ৩৫ লক্ষ টাকা দাবি করেছিলেন আয়নাল হক। উজ্জ্বল বাবু সেই টাকা দিতে রাজি হননি। চাহিদা মত টাকা না মেটানো হলে তাকে নানাভাবে মানসিক চাপ এমনকি হুমকি দিতেন স্কুল পরিচালন সমিতির চেয়ারম্যান। দিনের পর দিন এভাবে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নেন উজ্জ্বল সিংহ রায়।

মৃতের স্ত্রী পলি সিংহ রায় ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি জানান, ‘এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন আমার স্বামী। মিড-ডে মিল সংক্রান্ত বিষয় নিয়ে তাকে ফাঁসাতে চেয়েছিলেন স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান সহ তার সাগরেদরা। সেই আমার স্বামীর কাছ থেকে ৩৫ লক্ষ টাকা দাবি করে নানান সময়ে মানসিক ভাবে চাপ দেওয়া থেকে শুরু করে তাকে হেনস্তা করত। এমনকি ফোনেও হুমকি দেওয়া হত। সেই কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।’

এদিকে স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান তথা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য আয়নাল হক সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আমি নিজে ওই স্কুলেরই ছাত্র। তিনি আমারও স্যর। তাঁকে রীতিমতো সম্মান করতাম। টাকা দাবি করার কোনও ঘটনা ঘটেনি। স্যরের পরিবার কেন এমন অভিযোগ করছেন, আমার জানা নেই। এর তদন্ত হওয়া প্রয়োজন।’

এদিকে মৃতের প্রতিবেশীরা জানান, ‘উজ্জ্বল বাবু এলাকায় যথেষ্ট পরিচিত মুখ। ওনার স্ত্রী নিজেও একজন বেসরকারি স্কুলের শিক্ষিকা। তাঁদের এক কন্যা সন্তান রয়েছে। এমন ঘটনায় পুরো পরিবারটা ছন্নছাড়া হয়ে গেল।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন