তৃণমূল নেতার বাবাকে খুনে কারাদণ্ড দলেরই-সহ 13 নেতা- নেত্রী কর্মীর, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাবাকে মারধর করে খুনের চেষ্টার অভিযোগে বর্ধমান জেলা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন বর্ধমান ডেভলপমেন্ট অথরিটির (বিডিএ) চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত ৷ তাঁকে তিন বছর কারাদণ্ড দিয়েছে বর্ধমান ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট ৷

এই মামলায় আরও 12 জন তৃণমূল নেতা কর্মীকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছে আদালত ৷ যদিও বিডিএ-র চেয়ারপার্সনের জামিন চেয়ে আজই রিট পিটিশন আদালতে জমা দেওয়া হয় । আদালত তাঁর অস্থায়ী জামিন মঞ্জুর করেছে । তবে এখনই তিনি ছাড়া পাচ্ছেন না ৷ পরে বিষয়টি খতিয়ে দেখে আদালত স্থায়ী জামিন নিয়ে সিদ্ধান্ত নেবে ৷

Murder Case Verdict

আদালত থেকে বের করা হচ্ছে সাজাপ্রাপ্তদের 

 

আদালত সূত্রে জানা গিয়েছে, 2017 সালের 5 সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের রায়ান গ্রাম পঞ্চায়েতের নাসিগ্রামের দাসপাড়ার দুর্গাতলায় বাড়ির বসেছিলেন দেবু পাল । সেই সময় তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠী তাঁর উপরে রড-টাঙি তলোয়ার কোদাল দিয়ে আঘাত করে । এমনকি তাঁর ডান চোখে ছুরি মারা হয় ৷ ঘটনায় দেবু পাল গুরুতর আহত হন । আহত অবস্থায় তাঁকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ।

আরও পড়ুন:- শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে পায়ে এই লক্ষণগুলি দেখা যায়, জেনে নিন

পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় এসএসকেএমে ভর্তি করা হয় । সেখানে তাঁর চিকিৎসা চলে । দেবু পালের স্ত্রী সন্ধ্যা পাল বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । ঘটনায় বিডিএ-র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, রায়ান-1 অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ জামাল, বর্ধমান-1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা যুব ব্লক সভাপতি মানস ভট্টাচার্য, রায়ান-1 গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ-সহ 15 জনের নাম জড়ায় । সেই ঘটনায় বর্ধমান জেলা আদালতের দ্বিতীয় ফাস্ট ট্র‍্যাক কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র 13 জনকে দোষী সাব্যস্ত করেন । বাকি দু’জনকে বেকসুর খালাস করে দেওয়া হয় ।

এদিন রায় ঘোষণার পরে কাকলি তা গুপ্তর আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন, ‘‘কাকলি গুপ্তকে পাঁচ হাজার টাকা জরিমানা ও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক । বাকিদের দশ বছরের কারাদণ্ড দিয়েছেন । যেহেতু তিন বছরের কারাদণ্ড তাই এই আদালতেই জামিনের জন্য আবেদন করা হয় । 20 হাজার টাকার বেলবন্ডে তাঁকে অস্থায়ী জামিন দেওয়া হয় । কারও তিন বছরের সাজা হলে জামিনের জন্য বেল পিটিশন করা যায় । সেই আইন মেনেই এদিন জামিনের জন্য আবেদন করা হলে বিচারক অস্থায়ী জামিন দেন ।’’

অভিযুক্তদের আইনজীবী কমল দত্ত বলেন, ‘‘মোট 13 জন আসামী ছিল । এরমধ্যে একজন মহিলা আসামী । কাকলি তা গুপ্ত অসুস্থ এবং ক্যানসারে আক্রান্ত হওয়ায় তাঁর চিকিৎসা চলছে । ফলে তাঁর বিষয়ে বিচার বিবেচনা করে আদালত কাকলি তা গুপ্তর ক্ষেত্রে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন । বাকিদের ক্ষেত্রে দশ বছরের সাজা ঘোষণা করেছে আদালত । তাদের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হবে ।’’

মামলার সরকারি আইনজীবী হরিদাস মুখোপাধ্যায় বলেন, ‘‘13 জন আসামীর মধ্যে কাকলি তা গুপ্ত অসুস্থ আছেন । সেই সংক্রান্ত কাগজপত্র জমা পড়েছিল আদালতে । সবকিছু বিচার বিবেচনা করে আজকে আদালত রায় দিয়েছে । কাকলি গুপ্ত তা-কে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন । আর বাকি 12 জনকে আদালত 10 বছরের কারাদণ্ড দিয়েছে । এই 12জনকে জামিনের জন্য হাইকোর্টে আবেদন করতে হবে ।’’

আরও পড়ুন:- কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট অনলাইনেই বাতিল করা যাবে ! জানুন পদ্ধতি

আরও পড়ুন:- ভারতের কোথায় মুসলিম ধর্ম ছাড়ার হিড়িক? কোথায় ইসলামে আস্থা? হাল জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন