তৃতীয় সন্তান হলেই পাওয়া যাবে নগদ ৫০ হাজার টাকা, বড় উদ্যোগ রাজ্যের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যের জনসংখ্যা হ্রাসের বিষয়টি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি দিল্লিতে এক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, দক্ষিণ ভারতের জনসংখ্যার হ্রাসের প্রবণতা দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে আরো বড়সড় সমস্যার কারণ হতে পারে। জনসংখ্যা বৃদ্ধির জন্য উৎসাহ দিতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

এবার জনসংখ্যা বৃদ্ধির উদ্যোগে আরও একধাপ এগিয়ে গেল। সাংসদ আপ্পালা নাইডু রবিবার নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ঘোষণা করেছেন, যে মা তৃতীয় সন্তানের জন্ম দেবে তিনি নগদ ৫০ হাজার টাকা ফিক্সড ডিপোজিট পাবেন। আর যদি সন্তান পুত্র হয় তাহলে অতিরিক্ত উপহার হিসেবে দেওয়া হবে একটি গরু। 

সংসদের ব্যতিক্রমী উদ্যোগ

এই ঘোষণা সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে সবথেকে চমৎকার বিষয় হলো, সাংসদ আপ্পালা নাইডু জানিয়েছেন যে, এই পুরস্কারের অর্থ কোন সরকারি তহবিল থেকে দেওয়া হবে না। বরং তিনি নিজেই তার বেতন থেকে এই অর্থ দেবেন। অর্থাৎ, এটি সম্পূর্ণ ব্যক্তিগত তার নিজস্ব উদ্যোগ, যা জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয়েছে।

এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই এই উদ্যোগকে অভিনব এবং সাহসী পদক্ষেপ বলে বিবেচনা করছেন। আবার অনেকে এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছে। তবে অন্ধপ্রদেশের রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘোষণাকে সমর্থন জানিয়েছেন এবং সংসদের উদ্যোগকে প্রশংসা করেছেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন