উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নাগরাকাটার বিপর্যস্ত এলাকা বামনডাঙ্গা চা বাগানের পরিস্থিতি পরিদর্শনে যাওয়া পথে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শংকর ঘোষ। বিজেপির অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষকে লেলিয়ে দিয়ে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। পালটা তৃণমূল এই ঘটনার পিছনে জনরোষ তত্ত্ব খাঁড়া করেছে। সেই নিয়ে যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি সেই সময় আবার ত্রিপুরার আগরতলায় তৃণমূলের সদর দপ্তরে শাসক বিজেপির বিরুদ্ধে উঠল হামলার অভিযোগ।
জানা গিয়েছে, নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। তখনই তৃণমূলের সদর দপ্তরে ভাঙচুর চালায় বলে অভিযোগ একাংশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এ দিকে, এই ঘটনার খবর কানে যেতেই আগামিকাল আগরতলায় যাচ্ছেন তৃণমূলের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। তৃণমূল সুত্রে খবর, এই প্রতিনিধি দলে রয়েছেন প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, সুস্মিতা দেব ও সুদীপ রাহা।