Bangla News Dunia , পল্লব : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় রাজনৈতিক প্রেক্ষাপটে বদল। গেরুয়া শিবিরে নাম লেখালেন তৃণমূল থেকে বিতাড়িত ত্রিপুরায় তৃণমূলের প্রাক্তন সভাপতি সুবল ভৌমিক। তাঁর সঙ্গে যোগ দেন সিপিএম বিধায়ক মোবসর আলি। মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে যোগ দেন। ত্রিপুরা ও মেঘালয়ের প্রার্থী তালিকা চূড়ান্ত করল বিজেপি। শুক্রবার প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসে দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি।
আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
গত বছরের এপ্রিল মাসে ত্রিপুরায় সুবল ভৌমিককে দলের রাজ্য সভাপতি পদে বসিয়েছিল তৃণমূল। আগস্ট মাসে সেই পদ থেকে সরিয়েও দেওয়া হয়। এহেন সুবল ভৌমিক ত্রিপুরা বিধানসভা নির্বাচনের একমাস আগে শুক্রবার যোগ দিলেন বিজেপিতে। দিল্লিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। শুধু সুবল নন, ত্রিপুরার কৈলাশহরের সিপিএম বিধায়ক মোবসর আলিও যোগ দিলেন গেরুয়া শিবিরে।
তৃণমূল থেকে বিতাড়িত সুবল ভৌমিক এককালে কংগ্রেস সদস্য ছিলেন। কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে ত্রিপুরা গ্রামীণ কংগ্রেস বলে একটি দল খুলেছিলেন। কিন্তু অচিরেই তার ঝাঁপ বন্ধ হয়ে যায়। তারপর তিনি যান বিজেপিতে। সেখানেও টিকতে পারেননি এই নেতা। শেষমেশ যোগ দেন তৃণমূলে।
আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, বদলে গেল ত্রিপুরা এবং মেঘালয়ের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের তারিখ। শুক্রবার নির্বাচন কমিশন ভোটের তারিখ পরিবর্তন করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ত্রিপুরায় ভোট গ্রহণ করা হবে ২৭ ফেব্রুয়ারি। ঠিক কী কারণে ত্রিপুরা এবং মেঘালয়ের ভোটের দিন পরিবর্তন করা হল, সেই ব্যাখ্যা অবশ্য দেয়নি কমিশন।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল