থমথমে মুর্শিদাবাদ, চলছে পুলিশ-বিএসএফ টহল

By Bangla News Dunia Dinesh

Published on:

bsf-and-army

Bangla News Dunia, Pallab : থমথমে মুর্শিদাবাদ (Murshidabad)। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেলের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সেখানে। তবে ওয়াকফ আইনকে ঘিরে মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ানের মতো বিভিন্ন এলাকায় পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয়ে ওঠে, তার জন্য আলাদা করে পরিকল্পনা করছে রাজ্য পুলিশ (Police)। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে বিএসএফ (BSF)।

আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন

এই ঘটনাকে কেন্দ্র করে কোনওভাবে ভুয়ো ছবি বা গুজবে কান না দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের তরফে বারংবার সতর্ক করা হচ্ছে। সেই সঙ্গে রবিবার সন্ধে থেকে মুর্শিদাবাদের পাশাপাশি সংলগ্ন বীরভূম ও মালদার একাংশেও ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন : তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়, এক ক্লিকে জেনে নিন

পুলিশ সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন পদে কর্মরত আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ‘দক্ষ’ ২৩ জন অফিসারকে মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকটি জেলার এসপি যেমন রয়েছেন, তেমনই সিআইডি, রেল পুলিশ, আইবি-র মতো রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত অফিসারও আছেন। মুর্শিদাবাদের পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত তাঁদের ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ হিসেবে পাঠানোর কথা।

শনিবার সন্ধেতেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রবিবারও দিনভর তিনি মুর্শিদাবাদের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ পুলিশকর্তাদের পাশাপাশি বিএসএফ আধিকারিক এবং সামশেরগঞ্জ সহ বিভিন্ন থানার অফিসারদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি অশান্ত এলাকাগুলির অবস্থাও খতিয়ে দেখেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘মুর্শিদাবাদের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’ মুর্শিদাবাদের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠানো হয়েছে রাজভবনের তরফ থেকে। সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস বিস্তারিত তথ্য সহ চিঠি পাঠিয়েছেন।

আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন