Bangla News Dunia, Pallab : জাতীয় দলের (India) সাথে দেশের সমর্থকদের আবেগ ওতপ্রোতভাবে জড়িত। তাই তো প্রতিপক্ষের কাছে ভারতকে হারতে দেখে আনমনে চোখের কোনে জল গড়ায় তাঁদের। সেই আবেগকে বুকের বাঁদিকে জমিয়ে রেখে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটানো থেকে শুরু করে প্রার্থনা, সবটাই করেন এই সমর্থকরাই। তবে যার জন্য ভাল চাওয়া, সেই ভারতীয় দলকে নিয়ে অতিরিক্ত চিন্তা তো থাকবেই। আর সেই সূত্র ধরেই কুসংস্কারে পা গলান ভক্তরা। সেইসব কুসংস্কারের ঝুলিতে ম্যাচ আম্পায়ারকে নিয়ে একটি বড় কুসংস্কারও রয়েছে ভারতীয় সমর্থকদের। এর নেপথ্যে যার নাম সবার প্রথমে উঠে আসে তিনি হলেন আইসিসির এলিট প্যানেল আম্পায়ার রিচার্ড কেটেলবরো।
হ্যাঁ, এই ভদ্রলোককে নিয়েই দুশ্চিন্তার অন্ত নেই টিম ইন্ডিয়া সমর্থকদের। তাঁদের সিংহভাগেরই দাবি কেটেলবরো মাঠে থাকলে সেই ম্যাচ জেতা ভারতের (India) পক্ষে অসম্ভব। সূত্র বলছে সমর্থকদের সেই দুশ্চিন্তা চ্যাম্পিয়নস ট্রফিতেই শেষ হতে চলেছে। কীভাবে? পড়ুন বিস্তারিত।
আম্পায়ার রিচার্ডের সাথে ভারতের সম্পর্ক
ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে রিচার্ড কেটলবরোকে নিয়ে দুশ্চিন্তার পারদ যথেষ্ট তুঙ্গে। তাদের বক্তব্য, আইসিসির এই আম্পায়ার যে ম্যাচে আম্পায়ারিং করেন তাতেই হারে ভারত। তবে বাস্তবিকভাবে ভারতের সাথে শুধুই রেষারেষির সম্পর্ক নেই রিচার্ডের। টিম ইন্ডিয়ার সাথে তাঁর মজার সম্পর্কও উঠে এসেছে বহুবার। বলা বাহুল্য, 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত।
ওপার বাংলার বিপক্ষে ব্যাট করছিলেন ভারতীয় মহতারকা বিরাট কোহলি। সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন বিরাট। আর সেই ম্যাচেই আম্পায়ারিংয়ের দায়িত্ব ছিল রিচার্ডের। এমন সময়ে টাইগারদের একটি বল হোয়াইড দেননি তিনি, কাকতালীয়ভাবে হলেও সেই বলেই ব্যাট চালিয়েছিলেন কোহলি, আর তাতেই সেঞ্চুরি আসে কিংয়ের ব্যাটে।
ভারতকে খুশির খবর শোনালো ICC!
আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেল মেনে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ভারতের ম্যাচগুলি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আসন্ন মিনি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আসর জমাবে রোহিত শর্মার দল। এহেন আবহে ভারতের দুশ্চিন্তার ঘোর কাটিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। একাধিক রিপোর্ট মারফত খবর, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কোনও ম্যাচেই থাকছেন না ভারতের জন্য অপয়া তকমা পাওয়া আম্পায়ার রিচার্ড কেটেলবরো।
আরও পড়ুন : এখন লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্রের স্ট্যাটাস জানা যাবে এক নিমেষেই, জেনে নিন পদ্ধতি
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কোন ম্যাচে কোন আম্পায়ার?
আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফিতে কাটবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। এই ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন রিচার্ড কেটলবরো ও বাংলাদেশের সেই বিতর্কিত আম্পায়ার সরফদ্দুল্লাহ সৈকত। 20 তারিখ ভারত বনাম বাংলাদেশের ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও পল রেইফেল। এদিন টিভি আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওর্থ।
চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকবেন মাইকেল গগ, রেফারি হবেন ডেভিড বুন। এরপর 23 ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তানের ম্যাচে আনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন পল রেইফেল ও রিচার্ড ইলিংওর্থ। টিভি আম্পায়ার হচ্ছেন মাইকেল গগ, চতুর্থ আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। রেফারি ডেভিড বুন। ভারতের পরবর্তী ম্যাচ অর্থাৎ নিউজিল্যান্ডের ম্যাচে আম্পায়ার হচ্ছেন মাইকেল গগ ও রিচার্ড ইলিংওর্থ। টিভি আম্পায়ার হবেন অ্যান্ড্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ার ও রেফারি হচ্ছেন যথাক্রমে পল রেইফেল ও ডেভিড বুন।
আরও পড়ুন : জিহ্বা দেখে সেরা হোমিওপ্যাথি ঔষধ !