দক্ষতার পুরস্কার ! প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হলেন বারাণসীর তরুণী, জানুন তিনি কে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia,  Pallab : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্যক্তিগত সচিব (Private Secretary) হচ্ছেন নিধি তেওয়ারি। গুরুত্বপূর্ণ এই পদে নিধি তেওয়ারিকে (Nidhi Tewari) নিয়োগে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি। সোমবার এই নিয়োগের কথা জানিয়েছে কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর (Department of Personnel & Training)।

আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে

২০১৪ সালের আইএফএস (IFS) অফিসার নিধি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীর (Baranasi) মেহমুরগঞ্জের মেয়ে। ২০১৩ সালের সিভিল সার্ভিসে সারা দেশে ৯৬ র‍্যাঙ্ক করেন এই কৃতী ছাত্রী। তার আগেও কমার্শিয়াল ট্যাক্স দপ্তরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত ছিলেন তিনি। তবে ২০১৪ সালে আইএফএস হওয়ার পর বিদেশমন্ত্রকে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০২২ সাল থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে কাজ শুরু করেন দক্ষ অফিসার নিধি। সেখানে পদোন্নোতি পেয়ে ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে ডেপুটি সেক্রেটারি হিসেবে কাজ করছেন।

এই পদে থেকে নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নিধি। এছাড়াও পারমাণবিক শক্তি, রাজস্থান সংক্রান্ত বিষয়েও তিনি সাফল্যের সাক্ষর রেখেছেন। ভারতে জি-২০ সম্মেলন সফলভাবে আয়োজন করার পেছনেও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাঁর দক্ষতা প্রশংসার দাবি রাখে। এক্ষেত্রে সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে রিপোর্ট করতেন তিনি। মনে করা হচ্ছে তরুণ বয়সে সাফল্যের সঙ্গে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেই সকলের নজরে পড়ে যান নিধি। তারই পুরস্কার হিসেবে এখন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিবের মতো গুরুদায়িত্ব সামলাবেন তিনি। ২৯ মার্চ জারি করা অর্ডার অনুযায়ী, বর্তমান সরকার ও প্রশাসনের সময়কাল বা নতুন কোনও অর্ডার জারি হওয়া পর্যন্ত এই দায়িত্বে বহাল থাকবেন নিধি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন