Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চারপাশে অনুচ্চ সবুজ পাহাড়, মাঝে নীল জলাশয়, আর তার-ই পাশে রয়েছে সবুজ গালিচা। আবার সেই সবুজ মাঠের উপর দিয়ে তিরতির করে বয়ে চলেছে জলধারা। আর একটু ঘাড় ঘোরালেই দেখা যাবে দুই সবুজ পাহাড়ের মাঝ দিয়ে নেমে আসছে খরস্রোতা ঝরনা। এক ঝলক দেখলে উত্তর ভারতের কোনও গ্রাম মনে হতে পারে। কিন্তু না, এই অঞ্চল রয়েছে খাস দক্ষিণবঙ্গে। এ হলো পুরুলিয়ার টুরগা জলাধারের ছবি। ঘোর বর্ষায় টুরগা আরও সতেজ ও সবুজ দেখায়। তখন কদর বাড়ে এই জলাধারের। ভালোবেসে ভ্রমণপিপাসুরা নাম রেখেছে ‘দক্ষিণবঙ্গের পহেলগাম’।
সবুজে মোড়া টুরগা
অযোধ্যা পাহাড়ের কোলে গড়ে উঠেছে টুরগা। এটাও দলমা পাহাড়েরই অংশ। খুব কাছে বাঘমুন্ডি শহর। পাহাড় ও জঙ্গলে ঘেরা শান্ত টুরগা। ড্যামের জলও স্বচ্ছ। পাশেই রয়েছে টুরগা জলপ্রপাত। বর্ষা এলেই নিজের রূপ ধারণ করে টুরগা জলপ্রপাত। খরস্রোতার রূপ নেয়। পলাশ, শিমুল, মহুয়ায় ঘেরা পাহাড়-জঙ্গল ডিঙিয়ে নেমে আসে টুরগা জলধারা। সবুজ মাঠের উপর দিয়ে এঁকেবেঁকে বয়ে যায় সে। গিয়ে মেশে টুরগা জলাধারে। জলাধারের মধ্যিখানে যাওয়ার জন্য একটি বাঁধানো সাঁকোও করা রয়েছে।
কোন সময়ে যাবেন?
বর্ষাকালে এই জলপ্রপাতের রূপ দেখতে এবং সবুজে মোড়া অযোধ্যা পাহাড় দেখতেই টুরগা ছুটে আসেন পর্যটকেরা। ছুটির দিনে পর্যটকদের বেশ ভিড় থাকে। শীতকালেও পিকনিক করতে বহু মানুষ আসেন টুরগায়। কিন্তু তখন ঝরনা বা সবুজ গালিচা কোনওটারই দেখা মেলে না।
আর কী কী ঘুরে দেখবেন?
অযোধ্যা সার্কিট তথা পুরুলিয়া ঘোরার জায়গার অভাব নেই। তাই টুরগার পাশাপাশি বর্ষায় ঘুরতে নিতে পারেন বামনি জলপ্রপাত, লহরিয়া ড্যাম, খয়রাবেড়া ড্যাম, মার্বেল লেক, মুরুগুমা ড্যামের মতো বিভিন্ন জায়গা। পাশাপাশি ঘুরে দেখতে পারেন চড়িদা গ্রাম। এই গ্রাম ছৌ মুখোশের জন্য খ্যাত।
কী ভাবে যাবেন?
দু’ভাবে টুরগা যাওয়া যায়। এক, ঝালদা হয়ে এবং দ্বিতীয় সিরকাবাদ হয়ে। বাঘমুন্ডি শহর থেকে অযোধ্য হিল রোড ধরে পৌঁছতে হয় টুরগা। দূরত্ব মাত্র দেড় কিলোমিটারের কাছাকাছি। হাওড়া থেকে আদ্রা-চক্রধরপুর এক্সপ্রেস ধরে পৌঁছে যান বরাভূম স্টেশনে। এখান থাকা গাড়ি ভাড়া করে চলে আসুন বাঘমুন্ডি শহরে।
কোথায় থাকবেন?
টুরগা জলাধারের খুব কাছেই রয়েছে একটি বেসরকারি ক্যাম্প সাইট। সেখানে টেন্টে থাকার সুবিধা রয়েছে। এ ছাড়া বেসরকারি লজও রয়েছে। অযোধ্যার হিল টপে সরকারি গেস্ট হাউসে থাকলেও টুরগার সবুজ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন:- GST রিফর্মের আবহে নজর থাকবে এই ২৬ স্টকে, পজ়িটিভ প্রভাব পড়তে পারে এই সমস্ত স্টকে
আরও পড়ুন:- বিনামূল্যে পরিষেবা দিয়েও Google Pay এবং PhonePe কীভাবে কোটিপতি হচ্ছে? জানুন রহস্য