দক্ষিণের কেরলে শক্তি বাড়ছে বিজেপির ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bjp

Bangla News Dunia, Pallab : মনমোহন জমানায় তিনি দায়িত্ব সামলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। বর্তমানে কেরলের তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ। সেই শশী থারুর কি এবার যোগ দেবেন বিজেপিতে? সামনের বছরেই কেরলে বিধানসভা নির্বাচন। আর তার আগেই তুঙ্গে জল্পনা।

আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !

সম্প্রতি, সর্বভারতীয় সংবাদমাধ্য়ম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকার থারুরের মন্তব্যকে কেন্দ্র করেই বাঁধে বিতর্ক। সেই সাক্ষাৎকারে থারুর বলেন, ‘দলের মধ্য়েই কেউ কেউ আমার একাধিক মন্তব্যের বিরোধিতা করে থাকেন। কিন্তু আমি দিন শেষে শুধুমাত্র ভারত ও কেরলের উন্নতির কথাই ভাবি। আমি রাজনীতিতে নিজের ক্যারিয়ার গড়তে আসিনি। যদি দল আমাকে সঠিক ভাবে ব্যবহার করে, আমি তাদের পাশে রয়েছি। কিন্তু তা না হলে, আমার কাছে অন্য পথও খোলা রয়েছে।’

আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !

থারুরের এই মন্তব্যের পর তুঙ্গে ওঠে কংগ্রেস ছাড়ার জল্পনা। তবে তলে তলে কি বিজেপির দিকে পা বাড়াচ্ছেন সাংসদ? ইতিমধ্যে এই প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, ‘প্রতিটি দলের নিজস্ব আর্দশ, বিশ্বাস রয়েছে। এটা ঠিক নয় যে আপনার সেই আদর্শ পছন্দ নয় বলে আপনি ওই দল ছেড়ে অন্য কোথাও লাফাবেন।’ এরপরই সাংসদ বলেন, ‘রাজনীতিতে সব সময়ই স্বাধীন থাকার একটা সুযোগ রয়েছে।

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন