দর্শকদের মুখে হাসি ফোটাচ্ছে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’, দেখতে যাওয়ার আগে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গুরুগম্ভীর বিষয়, হেভিওয়েট কনটেন্টের ভিড়ে যখন দর্শকের চোখ অভ্যস্ত হয়ে পড়েছে, তখন তাঁদের হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে দিতে হাজির মুদাসসার আজিজ পরিচালিত হিন্দি ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। অ্যাকশন থ্রিলারের বেড়াজাল ভেঙে অর্জুন কাপুর, ভূমি পেদনেকার এবং রাকুলপ্রীত সিংয়ের এই ছবি নিপাট পারিবারিক । যে পরিবারে হাসি কান্নার দোদুল্যমান অনুভূতি প্রতিনিয়ত বিরাজমান ।

বাস্তব জীবনে হরেক রকমের জটিলতায় মানুষ আজ প্রাণ খুলে হাসতেই ভুলে গিয়েছে । এই ছবি টানা তিন ঘণ্টার জন্য দর্শককে হাসির রাজ্যে নিয়ে যাবে সেই প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন পরিচালক । ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ইতিমধ্যেই সমালোচকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে । একেবারে সতেজ পারিবারিক বিনোদনমূলক ছবিটি বক্স অফিসে হিট করেছে এবং প্রথম দিনেই যথেষ্ট ভালো কালেকশন হয়েছে ছবিটির ।

আরও পড়ুন:- হঠাৎ আলোয়, তারপর অন্ধকারে… কিভাবে দিন কাটছে এই ‘Viral তারকা’দের, জানুন

ETV BHARAT

মেরে হাজব্যান্ড কি বিবি (পোস্টারের চিত্র)

 

দেশের বক্স অফিসে 1.7 কোটি টাকা আয় করেছে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। সপ্তাহান্তে সংখ্যাটি আরও বাড়বে বলে আশা করছেন নির্মাতারা । রবিবার প্রেক্ষাগৃহে মানুষের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে । যখন রক্তাক্ত অ্যাকশন এবং থ্রিলার বড় পর্দা দখল করে রেখেছে বিগত বেশ কিছু বছর ধরে, সেখানে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ প্রেক্ষাগৃহে একেবারে ভিন্ন এবং আলাদা ঘরানার একটি অভিজ্ঞতা তৈরি করে ।

অর্জুন কাপুর এই ছবিতে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করেছেন । এ ছাড়াও ভূমি পেদনেকার এবং রাকুলপ্রীত সিং অন্যতম প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন । তাঁরা ছাড়াও রয়েছেন শক্তি কাপুর, হর্ষ গুজরাল এবং দিনো মোরিয়া । বাসু ভাগনানি ও পূজা ফিল্মসের নিবেদনে এবং বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি ও দীপশিখা দেশমুখের প্রযোজনায় ছবিটিতে রয়েছে স্বচ্ছ কমেডি, ফ্যামিলি ড্রামা এবং প্রেম, যা দর্শককে অন্তহীন হাসির রোলারকোস্টারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ।

ETV BHARAT

স্বচ্ছ কমেডি, ফ্যামিলি ড্রামা এবং প্রেমের গল্প (পোস্টারের চিত্র)

ETV BHARAT

রয়েছেন অর্জুন কাপুর, ভূমি পেদনেকার এবং রাকুলপ্রীত সিং (পোস্টারের চিত্র)

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন