Bangla News Dunia, Pallab : আবার ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। এবারে নির্যাতিতা এক দলিত কিশোরী। পুলিশ সূত্রের খবর, ঘটনায় অভিযুক্ত যুবককে ধরে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। যার জেরে মৃত্যু হয় ওই যুবকের। গ্রামবাসীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের কাকা।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
জানা গিয়েছে, গত ১৭ এপ্রিল চতুর্থ শ্রেণির পড়ুয়া ওই কিশোরীকে বাড়িতে একা রেখে তাঁর বাবা-মা ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন। অভিযোগ কিশোরীর একা থাকার এই সুযোগ নিয়ে পাশের গ্রামের এক যুবক তাঁদের বাড়িতে ঢোকে। তারপর ওই কিশোরীকে নানা কথায় ভুলিয়ে একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে যায়। এরপর সেখানেই ওই কিশোরীকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করে সে।
এদিকে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে ফিরে মেয়েকে না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করেন। শেষপর্যন্ত পুলিশের দারস্থ হন তাঁরা। অপরদিকে গ্রামবাসীরাও শুরু করেন ওই কিশোরীর খোঁজ। তাঁরাই পরিত্যক্ত ওই কারখানা থেকে বেহুঁশ অবস্থায় উদ্ধার করেন ওই কিশোরীকে। জানা গিয়েছে, সেইসময় তাঁর পাশেই মত্ত অবস্থায় পড়েছিল অভিযুক্ত যুবক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। এরপর পুলিশ এলে তাঁকে গুরুতর জখম অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন