Bangla News Dunia, Pallab : জনবহুল এলাকায় খুন তৃণমূল নেতা (TMC Leader shoot out)! দলীয় কার্যালয়ের সামনেই দুষ্কৃতীরা খুন করে পালাল তৃণমূল নেতাকে। ঘটনাস্থল বেলঘরিয়া। ঘটনায় বুধবার সকাল থেকে তুমুল উত্তেজনা এলাকা জুড়ে। পুলিশের তরফে শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তৃণমূল নেতা এনায়েতুল্লাহ ওরফে রেহান বেলঘরিয়ায় (Belgharia) দলীয় কার্যালয়ের সামনে বসে মদ্যপান করছিলেন। ঠিক সেই সময় একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘাড়ে গুলি লাগায় মাটিতে লুটিয়ে পড়েন রেহান। তবে তৃণমূল নেতার মৃত্যুতে একগুচ্ছ প্রশ্ন উঠেছে। তৃণমূল কার্যালয় চত্বর জনবহুল অথচ সেখানে কেউ ওই যুবককে কেন উদ্ধার করলেন না? পুলিশই বা এত দেরিতে সেখানে কেন এল? এর পাশাপাশি গোটা ঘটনায় বড় প্রশ্ন, কেন এই হত্যাকাণ্ড? রাজনীতির কারণেই খুন নাকি অন্যকিছু? পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দ্রুতই অভিযুক্তদের ধরা হবে। গোটা ঘটনাটা স্পষ্ট হবে।
সিসিটিভি (CCTV) ফুটেজ সামনে আসার পর দেখা যায়, সাদা জামা পড়ে মুখে হাত দেওয়া রেহান হাঁটছেন এবং ঠিক তার পিছনেই বন্ধু-বান্ধব এবং সঙ্গীরা যাচ্ছেন। এরপরই গুলি লাগে এবং ঋজু ও বাবলুকে পালাতে দেখা যায়। ঘটনার পর থেকে পলাতক তাঁরা। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।