দল ছাড়ছেন মুসলিম নেতারা, ওয়াকফ বিল সমর্থন করে চাপে নীতীশ কুমার

By Bangla News Dunia Dinesh

Published on:

nitish-kumar

Bangla News Dunia, Pallab : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ ছাড়ছেন একাধিক প্রথম সারির মুসলিম নেতা! সংসদে মোদি সরকারের সংশোধিত ওয়াকফ বিলকে সমর্থন জানিয়েছেন নীতীশ। মনে করা হচ্ছে এরই ফলস্বরুপ তাঁর দলের নেতাদের দলত্যাগী হওয়ার এই সিদ্ধান্ত। চলতি বছরের শেষের দিকেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। তাঁর আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল চাপের মুখে পড়ে গেল নীতীশের দল।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

লোকসভায় বুধবার এই বিল পেশের আগেই সেটিকে মুসলিম বিরোধী বলেছিলেন জেডিইউ নেতা তথা রাজ্যের বিধান পরিষদের সদস্য গুলাম ঘাউস। এই বিল সমর্থন না করার জন্য দলীয় নেতৃত্বের কাছে আবেদনও জানিয়েছিলেন তিনি। তবে সেই অনুরোধে কোনও কাজ হয়নি। লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে এই বিল। এবার রাষ্ট্রপতির সই মিললেই তা পরিনত হবে আইনে।

তবে ঘাউস এখনও দলত্যাগের কথা ঘোষণা করেননি। এমনটা করেছেন জেডিইউ-এর অপর ২ প্রভাবশালী নেতা কাশিম আনসারি এবং মহম্মদ নওয়াজ মালিক। বৃহস্পতিবার তাঁরা দল ছাড়ার কথা ঘোষণা করেন। তাঁদের পাশাপাশি আরও বেশ কিছু নেতা দল ছাড়তে চলেছেন বলেই জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে।  উল্লেখ্য, এই ওয়াকফ বিতর্কের মাঝেই মাস কয়েক আগে জেডিইউ ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন জেডিইউয়ের প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা অনগ্রসর মুসলিম নেতা আলি আনোয়ার। প্রসঙ্গত, বিহারের অনগ্রসর মুসলিমদের একটি বড় অংশ এতদিন জেডিইউয়ের সমর্থনে ছিল।বিশেষজ্ঞদের অনুমান,  এবার ভোটের আগে সেই সমর্থন হারিয়ে চাপে পড়তে পারে নীতীশের দল।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন