দাঁতের ব্যাথায় জেরবার ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

teeth

Bangla News Dunia , পল্লব : দাঁত ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তীব্র ব্যথা দন্তশূলের লক্ষণ। অসহ্য যন্ত্রণা আপনার দাঁতের মাড়ির সংক্রমণ , দাঁতের অবক্ষয়, দন্তমজ্জার সংক্রমণ বা অন্যান্য কারণ যেমন দাঁত-তোলা বা দাঁতের ফিলিং থেকে হতে পারে। মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা আঞ্জাইনার মতো হৃদযন্ত্রের কোন সমস্যাও অসহ্য দাঁতেব্যথার কারণ হতে পারে।

কিছু দন্তশূল মাঝে মাঝে আপনাকে কষ্ট দিলেও, তা চিকিৎসার অভাবে ভবিষ্যতে সামগ্রিক সুস্থতার পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। এক্ষেত্রে হোমিওপ্যাথি হয়ে উঠতে পারে আপনার নিশ্চিত প্রতিষেধক এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথির প্রভাব অনেক বেশী বলেই প্রমাণিত।

আরও পড়ুন : গোয়ায় শুরু ‘বৈশ্বিক হিন্দু রাষ্ট্র মহোৎসব’ ! শীঘ্রই ভারত হবে হিন্দু রাষ্ট্র ?

দন্তশূল থেকে মুক্তি পাবার জন্য হোমিওপ্যাথির যে ওষুধ গুলি আপনার সহায় হতে পারে, নীচে তারই একটি তালিকা দেওয়া হল —

হেপার সালফ্‌ এবং সিলিসিয়া : দন্তমূলে ফোড়া বা অধিমাংসের ক্ষেত্রে হেপার সালফ্‌ এবং সিলিসিয়া খুব ভালো কাজ করে। দন্তশূলের কারণে হওয়া জ্বর এবং কাঁপুনির ক্ষেত্রে হেপার সালফ্‌কে অব্যর্থ ওষুধ মনে করা হয় এবং এর ব্যবহার ফোলা ভাব ও ব্যথা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দেয়। অন্যদিকে, যদি আপনার মুখ ফুলে যায় দাঁতের মাড়ির প্রদাহের কারণে, সিলিসিয়ার ব্যবহার আপনার দাঁতের গোড়ায় অধিমাংসের প্রভাবকে অসাড় করে দিতে সাহায্য করে।

প্ল্যান্টাগো : দাঁতে ব্যথার জন্য সবথেকে বেশী ব্যবহৃত ওষুধ এই প্ল্যান্টাগো। দাঁত থেকে শুরু করে কান অবধি অসহ্য যন্ত্রণার উপশম ঘটায় এই ওষুধটি। ব্যথার তীব্রতা অনুযায়ী এটি মুখের ভেতরে বা বাইরে লাগাতে বলেন ডাক্তাররা।

স্ট্যাফিসাগ্রিয়া : দাঁতে শিরশিরানির ক্ষেত্রে স্ট্যাফিসাগ্রিয়া খুব ভালো কাজ করে, এবং খাবার বা পানীয়ের কারণে তৈরী হওয়া দাঁতে ব্যথার সমস্যার সমাধান করে। মাড়ি থেকে রক্তক্ষরণ বা অতিরিক্ত লালাস্রাবকে নিয়ন্ত্রণ করতেও এই ওষুধ ব্যবহৃত হয়।

আরও পড়ুন : কত টাকা ভাতা পান পঞ্চায়েত সদস্যরা ? জানুন সরকারী তথ্য

আর্নিকা : দাঁত তোলা বা দাঁতে ফিলিং করানোর কারণে আক্রান্ত দাঁত ও তার সংলগ্ন অঞ্চলে অসহ্য ব্যথা হতে পারে। এইসব ক্ষেত্রে আর্নিকা ও হাইপারনিকাম একসঙ্গে খেলে তা খুব ভালো কাজে দেয়।

ক্যামোমিলা : তাপের কারণে শিরশিরানি, যা আপনার দাঁতে ব্যথাকে বাড়িয়ে দিতে পারে, তার জন্য ক্যামোমিলা সব থেকে ভালো ওষুধ। এই ওষুধ আপনার মুখের ভেতরের অংশকে অসাড় করে দিলে আপনার গরম বা ঠান্ডা কোনও রকম খাবার বা পানীয় গ্রহণের ক্ষেত্রেই অসুবিধে হবে না। #End

আরও পড়ুন : রক্তক্ষয়ী পঞ্চায়েত ভোট ? হুংকার শুভেন্দুর

আরও পড়ুন : বাংলায় জারি ১৪৪ ধারা !

আরও পড়ুন : বন্ধ হয়ে যাবে রেশন ! যদি থাকে এই সব জিনিষ

আরো পড়ুন :- ইউপিআই ব্যবহারে নয়া রেকর্ড ! আপনি কি করছেন ?

আরও পড়ুন : হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে মমতা সরকার !

আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন

আরও পড়ুন : কিভাবে চিনবেন আপনার প্রকৃত বন্ধুকে ? পড়ুন চানক্য নীতি

আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে

আরও পড়ুন : পৃথিবী জুড়ে ভয়াবহ জলবায়ু পরিবর্তন ! ধ্বংসের মুখে মানবজাতি

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো পড়ুন :- BIG NEWS: এবার আধার-রেশন কার্ড লিঙ্ক করা যাবে, সম্পূর্ণ বিনামূল্যে

আরও পড়ুন : মন্দিরে নিষিদ্ধ RSS ! জোর বিতর্ক

আরও পড়ুন : মহিলাদের ‘ব্যাংক একাউন্টে’ টাকা পাঠাবে মোদী সরকার !

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন