দাঁত ব্যাথা থেকে পান চটজলদি মুক্তি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , অজয় দাস :- দাঁত নিয়ে মানুষ তেমন সচেতন নয়। তবে একবার যদি শরীরের এই অংশে যন্ত্রনা শুরু হয়, দেখা দেয় মারাত্মক সমস্যা। দাঁতে যন্ত্রণা নিয়ে মানুষকে সতর্ক থাকতে বলেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে মাড়ি বা দাঁত যেখানেই ব্যথা হোক না কেন, সেখানে এক টুকরো কাঁচা পেঁয়াজ রেখে দিতে পারেন। দাঁতে ভীষণ যন্ত্রণা হলে সেই জায়গাটায় চেপে রাখতে পারেন এক টুকরো লবঙ্গ। পেয়ারা পাতা গরম জলে ফুটিয়ে সেই জল দিয়ে কুলকুচি করে ফেলতে হবে।

#shortnews

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন