Bangla News Dunia, Pallab : গরমের পরিস্থিতি যেভাবে বাড়ছে তাতে সামার ভ্যাকেশন (Summer Vacation) যত দ্রুত পড়ে তারই আকাঙ্ক্ষা করছেন পড়ুয়া, অভিভাবকরা। মার্চ মাস থেকেই প্রখর রৌদ্রতাপে পুড়ছে বঙ্গ। তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। ঠিক এমন পরিস্থিতিতে নোটিশ দিয়ে জরুরী সিদ্ধান্ত জানাল নবান্ন (Nabanna). তাহলে কি কমে যাচ্ছে গরমের ছুটি? জানুন গরমের ছুটির আপডেট।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন
Nabanna Notice About Summer Vacation
পশ্চিমবঙ্গের চড়া গরমের পরিস্থিতি। এই গরমে স্কুলে যেতে সমস্যায় পড়ছে ছাত্র-ছাত্রীরা। এহেন পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের সকল প্রাথমিক স্কুলগুলির পঠনপাঠন (School Holiday) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল। জানা যাচ্ছে যে, এপ্রিল মাস থেকে বাংলার স্কুল গুলিতে থাকবে দুই ধরণের রুটিন থাকবে। রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাথমিক স্কুলগুলির জন্য নতুন রুটিন জারি
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত এহেন রুটিন দেখে বিভিন্ন শিক্ষক ও অভিভাবকরা নানা ধরনের কথা বলছেন। পর্ষদের রুটিন বলছে, প্রাক–প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস হবে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা এবং সকাল ১০টা ৫০ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টে অবধি।এই রুটিনটি প্রযোজ্য থাকছে রাজ্যের ৫০ হাজার প্রাথমিক স্কুলের জন্য।