দাম্পত্য জীবনে সুখ-শান্তি চান ? বাস্তু মতে সাজান শয়ণ কক্ষ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাড়ির সাজসজ্জায় নানা রঙ, আসবাব ব্যবহার করা হয়ে থাকে। প্রতিটি বস্তুর সঙ্গে শুভ-অশুভ শক্তি জড়িত। বস্তু বা রঙ আপনার পরিবারকে আনন্দে ভরিয়ে রাখতে পারে। কোনও রঙের কারণে পরিবারে সমস্যা আসতে পারে। বাস্তু শাস্ত্রে রঙকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি রঙের নিজস্ব শক্তি ও মনোবৈজ্ঞানিক প্রভাব থাকে। বাড়ি রঙ করানোর আগে সতর্কতা অবলম্বন করা উচিত।

রঙ আবার ভালোবাসা ও দাম্পত্য জীবনকেও প্রভাবিত করে। শয়নকক্ষে কোন রঙ করানো উচিত ও কোন রঙ এড়িয়ে যাওয়া শ্রেয়, জেনে নিন ——

আরো পড়ুন :- বাস্তুর দোষ দূর করতে ও ব্যবসায় অগ্রগতির জন্য লাল চন্দনের এই প্রতিকারগুলি করুন

লাল রঙকে ভালোবাসার প্রতীক মনে করা হয়। নিজের শয়নকক্ষে লাল রঙ প্রয়োগ করে থাকেন। শয়নকক্ষের লাল রঙ করিয়ে থাকলে বা লাল রঙের নাইট ল্যাম্প বা বাল্ব লাগিয়ে রাখলে সব পাল্টে ফেলুন। লাল রঙ মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত। রাগ , আক্রমণাত্মক স্বভাব বৃদ্ধি করে। দাম্পত্য সম্পর্কে বিভেদ সৃষ্টি করতে পারে এই রঙ। বাস্তু শাস্ত্র অনুযায়ী লাল রঙটি শয়নকক্ষের জন্য শুভ নয়।

niladri misra

চোখকে স্বস্তি দিতে পারে এমন হাল্কা রঙের পর্দা নির্বাচন করা উচিত। সাদা, কমলা গোলাপী, ক্রিম অথবা হলুদ রঙ উপযোগী। শয়নকক্ষের জানালা উত্তর দিকে হলে আকাশী নীল বা সাদা রঙের পর্দা ব্যবহার করা সর্বোত্তম। ফলে ভালো ফলাফল লাভ করবেন।

বিছানায় সঠিক রঙের চাদর ব্যবহার করলেও দাম্পত্য জীবনে আনন্দ ও ভালোবাসা বজায় থাকে। চাদরের জন্য গোলাপী রঙ সর্বশ্রেষ্ঠ। এই রঙকে স্নেহ ও কোমলতার প্রতীক মনে করা হয়। হাল্কা হলুদ, কমলা বা আকাশী রঙও ব্যবহার করা যেতে পারে।

জামুনি, কালো, বেগুনীর মতো রঙ শয়নকক্ষে ব্যবহার করবেন না। আবার শয়নকক্ষে অধিক সাদা রঙ ব্যবহার করবেন না। দম্পতিদের মনে অহংকার বৃদ্ধি করে। অন্য দিকে লাল রঙ রাগের সঞ্চার করে থাকে। হলুদ রঙ সৃষ্টি, আত্মসম্মান ও শক্তির সঙ্গে জড়িত, যা উজ্জ্বল ভবিষ্যতের জন্য সহায়ক। সবুজ রঙ অবসাদ ও ঘৃণা শান্ত করে।

আরো পড়ুন :- বাড়ির কোন দিকে রাস্তা থাকা শুভ ? জানুন বাস্তুর নিয়ম

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন