Bangla News Dunia, Pallab : মুসুর ডালের উপর ১০ শতাংশ আমদানি শুল্ক চাপাল কেন্দ্র। শনিবার অর্থ মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর পাশাপাশি ছোলার ডালের আমদানি শুল্ক না চাপানোর সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২৫ সালে ৩১ মে পর্যন্ত আমদানি শুল্ক সংক্রান্ত এই নির্দেশ বলবৎ হবে। বাজারে ঘরোয়া পণ্যের সরবরাহ বাড়াতেই এই পদক্ষেপ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির পর ৮ মার্চ থেকেই মুসুর ডালে ১০ শতাংশ আমদানি শুল্ক ধার্য হচ্ছে। এর মধ্যে বেসিক কাস্টম ডিউটি হলো ৫ শতাংশ এবং বাকি ৫ শতাংশ হলো এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস (AIDC)।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
২০২১ সালের জুলাই মাস থেকে মুসুর ডালের উপর আমদানি শুল্ক শূন্য করা হয়েছিল। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ১০ শতাংশ এগ্রিকালচার সেস তুলে নেওয়া হয়। তার পর থেকে এই নির্দেশের সময়সীমা বেশ কয়েক বার বর্ধিত করা হয়েছিল। এর জেরে এত দিন মুসুর ডালের উপর আমদানি শুল্ক ধার্য হতো না। ৮ মার্চ থেকে ৩১ মে অবধি ১০ শতাংশ শুল্ক ধার্য হবে।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
অন্য দিকে ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকেই ছোলার ডালে আমদানি শুল্ক শূন্য করা হয়েছিল। তিন ধাপে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তা বর্ধিত করা হয়েছিল। সেই সময়সীমা ৩১ মে পর্যন্ত বাড়ানো হলো। ২০১৭ সালে ঘরোয়া প্রোডাকশন বাড়ানোর জন্য ছোলার ডালে ৫০ শতাংশ আমদানি শুল্ক ধার্য করেছিল। কিন্তু পরে তা কমানো হয় এবং শূন্যে নামিয়ে আনা হয়।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড