দারুণ সুযোগ! পোস্ট অফিসের এই স্কিমে মাত্র ৫ হাজার জমা করলেই লাখপতি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেয়ার বাজারের লোকসানের কারণে অনেকেই এখন সুরক্ষিত ক্ষেত্রে বিনিয়োগ করার দিকে ঝুঁকছেন। কম ঝুঁকি নিয়ে বড় মুনাফাই টার্গেট অধিকাংশের। ফলে পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে। এই প্রকল্পের মাধ্যমে বিনিয়োগকারীরা সুরক্ষিত বিনিয়োগের সঙ্গেই মুনাফার গ্যারান্টি পাচ্ছেন।

পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমগুলির মধ্যে অন্যতম ব়্যাঙ্কিং ডিপোজিট স্কিম (RD Scheme)। যা ৫ বছর পর ম্যাচিওর করে। যে কোনও নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে RD Scheme-এর জন্য অ্যাকাউন্ট খোলা যেতে পারে। ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। ৫ বছর পর ম্যাচিওর করে এই প্রকল্প। কিন্তু চাইলে আপনি এই অ্যাকাউন্ট ম্যাচিওর হওয়ার আগেও বন্ধ করে দেওয়ার সুবিধা পাবেন। এতে ঋণের সুবিধাও পাওয়া যাবে। এক বছর পর্যন্ত জমা করা টাকা ৫০ শতাংশ ঋণ নেওয়া যেতে পারে। তবে ঋণের সুদ ২ শতাংশ বেশি হয়। RD Scheme-এর সুদ ৬.৮ শতাংশ।

হিসেব করলে দেখা যাবে পোস্ট অফিসের RD Scheme-এ প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করলে ম্যাচিওরিটি পিরিয়ডে ৫ বছরে মোট ৩ লক্ষ এবং ৬.৭ শতাংশ সুদে ৫৬ হাজার ৮৩০ টাকা জমা হবে। অর্থাৎ সব মিলিয়ে ৫ বছরে আপনার ফান্ডে জমা হবে ২ লক্ষ ৫৬ হাজার ৮৩০ টাকা।

RD অ্যাকাউন্ট আরও ৫ বছরের জন্য রাখলে ১০ বছরে জমা হওয়া অর্থের পরিমাণ দাঁড়াবে ৬ লক্ষ টাকা। পাশাপাশি ৬.৭ শতাংশ সুদে জমা হওয়া অর্থের পরিমাণ হবে ২ লক্ষ ৫৪ হাজার ২৭২ টাকা। সব মিলিয়ে ১০ বছরে জমা হওয়া অঙ্ক দাঁড়াবে ৮ লক্ষ ৫৪ হাজার ২৭২ টাকা।

আরও পড়ুন:- Pan Card থাকলে 10,000 টাকা জরিমানা! আয়কর বিভাগের নির্দেশ। ব্যাপারটা কি ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন