Bangla News Dunia, দীনেশ :- বাজারে আসতে চলেছে Prestige Hotel Ventures -এর আইপিও। কোম্পানিটি সম্প্রতি বাজারের নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার কাছে ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস জমা দিয়েছে। সংস্থাটি ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে প্রায় 2700 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে।
এই আইপিও-তে থাকতে চলেছে নতুন ইস্যু। সংস্থার ইকুইটি শেয়ারের ফেস ভ্যালু রয়েছে 5 টাকা। নতুন ইস্যুর মাধ্যমে কোম্পানিটি 1700 কোটি টাকা সংগ্রহ করবে। অফার ফর সেলে 1000 কোটি টাকার শেয়ার অফলোড করবেন শেয়ারহোল্ডাররা। অফার ফর সেলে (প্রোমোটার সেলিং শেয়ারহোল্ডার) প্রেস্টিজ এস্টেটস প্রোজেক্টস লিমিটেড এই শেয়ার অফলোড করবে।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, আইপিও থেকে পাওয়া অর্থের মধ্যে 1121.276 কোটি টাকা প্রেস্টিজ হোটেল ভেঞ্চারস লিমিটেড ঋণের সম্পূর্ণ অথবা আংশিক পরিশোধ অথবা পূর্ব পরিশোধের জন্য ব্যবহারের প্রস্তাব দিয়েছে।
আরও পড়ুন:- আম্পায়ারকে ঘুষ? IPL-এ গড়াপেটা? সামনে আসলো চাঞ্চল্যকর VIDEO, দেখুন
এই সংস্থার আইপিও-র অফারের ইস্যুর বুক রানিং লিড ম্যানেজারদের তালিকায় রয়েছে জেএম ফিনান্সিয়াল লিমিটেড, সিএলএসএ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, জেপি মর্গ্যান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এবং কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি লিমিটেড।
হসপিটালিটির সম্পদের মালিকানা এবং ডেভলপারের বিভাগে কাজ করে প্রেস্টিজ হোটেল ভেঞ্চারস। সংস্থাটি বিলাসবহুল, আপার আপস্কেল এবং আপার মিডস্কেল বিভাগের আতিথেয়তার বিভাগের সঙ্গে যুক্ত রয়েছে।
আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন
জানা গিয়েছে, কোম্পানিটি প্রেস্টিজ গ্রুপ এবং প্রোমোটার, প্রেস্টিজ এস্টেটস প্রোজেক্টস লিমিটেডের একটি অংশ। রিয়েল এস্টেট ডেভলপমেন্টের ক্ষেত্রে কোম্পানির 38 বছরের অভিজ্ঞতা রয়েছে। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই কোম্পানির মার্কেট ক্যাপ ছিল 729.66 বিলিয়ন টাকা। তথ্য অনুসারে, 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত প্রেস্টিজ হোটেল ভেঞ্চারস লিমিটেডের পোর্টফোলিও-তে সাতটি অপারেটিং হসপিটালিটি অ্যাসেট রয়েছে। এর মোট চাবির পরিমাণ 1445। তবে অপারেটিং অবস্থায় রয়েছে 1255 টি। বাকিগুলিতে বর্তমানে সংস্কার চলছে।
2021-22 অর্থবর্ষ থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত নয় মাসের মধ্যে কোম্পানির CAGR 6.89% হারে Operating Keys বাড়িয়েছে। কর্নাটকের বেঙ্গালুরু, দিল্লি -এনসিআর, মহারাষ্ট্রের মুম্বাই, গোয়া, তেলেঙ্গানার হায়দরাবাদ এবং তামিলনাড়ুর চেন্নাই -সহ ভারতের মূল মেট্রো শহরগুলিতে সংস্থার উপস্থিতি রয়েছে।
আরও পড়ুন:- পর্যটকদের লক্ষ্য করে গুলি, প্রকাশ্যে পহেলগাঁও হামলার নতুন Video
উল্লেখ্য, 2024 সালের 31 ডিসেম্বর শেষ হওয়া নয় মাসের হসপিটালিটি সার্ভিস বিক্রি থেকে আয় বেড়ে পৌঁছেছে 662.681 কোটি টাকায়। 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত নয় মাসের হিসাবে এই আয়ের পরিমাণ ছিল 560.343 কোটি টাকা।
(এই প্রতিবেদনে বিশেষজ্ঞদের পরামর্শ, মতামত এবং সুপারিশ তাঁদের ব্যক্তিগত)